আজ থেকে খুলছে সব সরকারি, আধা সরকারি, স্বায়ত্তশাসিত, আধা স্বায়ত্তশাসিত অফিস। খুলছে ব্যাংক-বিমা ও আদালত। যদিও বেসরকারি অফিস খুলেছে আগেই। টানা ৯ দিনের ছুটি শেষে মানুষ ইতোমধ্যে ঢাকা ফিরতে শুরু করেছে। গতকাল সকাল থেকে রাজধানীর প্রবেশপথগুলোতে মানুষের ভিড় দেখা গেছে। কেউ বাসে, কেউ লঞ্চে আবার কেউবা ট্রেনে করে ঢাকায় আসছে। বেলা বাড়ার সঙ্গে সঙ্গে রাজধানীতে মানুষের চাপ বাড়ছে। সদরঘাট ও সায়দাবাদসহ বিভিন্ন বাস টার্মিনাল ও কমলাপুর রেলস্টেশনে যাত্রীদের ভিড় চোখে পড়ার মতো। রাজধানীর সায়দাবাদ বাস টার্মিনালে গিয়ে দেখা গেছে, দূরপাল্লার বাসগুলো একে একে এসে থামছে। দীর্ঘ যাত্রার পর যাত্রীরা ক্লান্তি নিয়ে গাড়ি থেকে নামছে। বেলা যত বেড়েছে, ততই বেড়েছে রাজধানীমুখী যাত্রীর স্রোত। গত ২৮ মার্চ থেকে টানা ৯ দিনের সরকারি ছুটি শুরু হলেও ২৬ মার্চ স্বাধীনতা দিবসের ছুটিকে কেন্দ্র করে এবার ঈদের ছুটি শুরু করেন অনেকে। কারণ ২৭ মার্চ এক দিনের জন্য অফিস খোলা থাকলেও তা কর্মচারীদের মাঝে তেমন প্রভাব ফেলতে পারেনি।
এর আগে গত ২০ মার্চ পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে উপদেষ্টা পরিষদের বৈঠকে ৩ এপ্রিল নির্বাহী আদেশে ছুটি দেওয়ার প্রস্তাব অনুমোদন করা হয়। এজন্য টানা ৯ দিনের ছুটি মেলে।