৫ আগস্টের পট পরিবর্তনের আগে সিলেটের শিক্ষাপ্রতিষ্ঠানগুলোর ক্যাম্পাস ছিল ছাত্রলীগের দখলে। প্রকাশ্যে অস্ত্রের মহড়া আর পেশিশক্তি প্রয়োগের কারণে ক্যাম্পাসে দাঁড়াতে পারেনি অন্য ছাত্রসংগঠন। ক্যাম্পাসে রাজনীতি করতে গিয়ে হামলা-মামলার শিকার হয়েছেন বিভিন্ন দলের নেতা-কর্মীরা। বিশেষ করে ছাত্রদল ও ছাত্রশিবিরকে প্রতিহত করতে মারমুখী ছিল ক্ষমতাসীন দলের সহযোগী সংগঠন ছাত্রলীগের ক্যাডাররা। শিবির তাড়ানোর নাম করে ছাত্রলীগের ক্যাডাররা পুড়িয়ে দিয়েছিল ঐতিহ্যবাহী এমসি কলেজ ও সরকারি কলেজের ছাত্রাবাস। ছাত্রদলের নেতা-কর্মীদেরও মারধর করে ক্যাম্পাস থেকে বের করে দেওয়ার ঘটনা ঘটেছে একাধিকবার। এ অবস্থায় ছাত্রলীগের দাপটের কাছে অসহায় হয়ে অন্যান্য সংগঠনকে অনেকটা গোপনে চালাতে হয়েছে দলীয় কার্যক্রম। সন্ত্রাসী কর্মকাণ্ডের কারণে ৫ আগস্টের পর নিষিদ্ধ সংগঠন হিসেবে ঘোষণা করা হয়েছে ছাত্রলীগকে। সেসব দাপুটে নেতাও দিয়েছেন গা-ঢাকা। এ অবস্থায় নবোদ্যমে সাংগঠনিক কার্যক্রম শুরু করেছে ছাত্রদল ও ছাত্রশিবির। সব ক্যাম্পাসে সদস্য সংগ্রহ ও কমিটি গঠনের কাজ চালিয়ে যাচ্ছে ছাত্রদল। আর ছাত্রশিবিরও ইতোমধ্যে সব ক্যাম্পাসে কমিটি গঠন করে জোরদার করেছে তাদের কার্যক্রম।
৫ আগস্ট স্বৈরাচার শেখ হাসিনা পালিয়ে যাওয়ার পর সারা দেশের মতো সিলেটেও ছাত্রলীগের সর্বস্তরের নেতা-কর্মীরা গা-ঢাকা দেন। এর মধ্যে কেউ পাড়ি জমান দেশের বাইরে, আর কেউ দেশের ভেতর গা-ঢাকা দেন। বর্তমানে ক্যাম্পাসগুলো ছাত্রলীগমুক্ত হওয়ায় নতুন উদ্যমে কার্যক্রম শুরু করেছে ছাত্রদল ও ছাত্রশিবির। সিলেট জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক দিলওয়ার হোসেন দিনার জানান, প্রতিটি ক্যাম্পাসে নিয়মিত ছাত্রদের দিয়ে কমিটি গঠন করা হচ্ছে। বড় ইউনিটগুলোতে ভোটের মাধ্যমে ও ছোটগুলোতে মতামতের ভিত্তিতে কমিটি হচ্ছে। শিক্ষার্থীরা স্বতঃস্ফূর্তভাবে ছাত্রদলের সদস্যপদ গ্রহণ করছেন। ছাত্রদল সন্ত্রাসমুক্ত ও সহাবস্থানের ক্যাম্পাস গঠনের চেষ্টা করছে। শিক্ষার্থীদের মধ্যে এই উদ্যোগ ব্যাপক সাড়া ফেলেছে।
এদিকে এতদিন ছাত্রলীগের তাণ্ডবের ভয়ে ক্যাম্পাস কমিটি প্রকাশ্যে ঘোষণা করতে পারেনি ছাত্রশিবির। এখন সিলেটের প্রতিটি ক্যাম্পাসে তাদের কার্যক্রম জোরদার হয়েছে। এ প্রসঙ্গে সিলেট মহানগর ছাত্রশিবিরের সভাপতি শাহীন আহমদ জানান, ৫ আগস্টের আগেও ক্যাম্পাসগুলোতে তাদের সাংগঠনিক কার্যক্রম ছিল। কিন্তু ক্যাম্পাসে সহাবস্থান না থাকায় তারা প্রকাশ্যে কমিটি ঘোষণা করেননি। গত জানুয়ারিতে মহানগরের আওতাধীন ২৬টি ইউনিটে নতুন কমিটি গঠন করা হয়েছে।