কুষ্টিয়ার কুমারখালীতে বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের ম্যুরালে কালো রঙের কালি লাগিয়ে চিত্র বিকৃতি করার অভিযোগ উঠেছে। এ ছাড়া নামের বানানও বিকৃতি করা হয়েছে। বৃহস্পতিবার রাতে সোশ্যাল মিডিয়ায় কালি লাগানো একটি ছবি ছড়িয়ে পড়লে বিষয়টি জানাজানি হয়। এ ঘটনায় ক্ষোভে ফুঁসে উঠেছেন রবীন্দ্র ভক্তরা। তারা অবিলম্বে এসব স্থাপনায় কড়া নজরদারির দাবি জানিয়েছেন। তবে কে বা কারা কবে কখন এ ঘটনাটি ঘটিয়েছে তা জানা যায়নি। ম্যুরালটি কুষ্টিয়া-রাজবাড়ী আঞ্চলিক মহাসড়কের কুমারখালীর প্রবেশপথ জিলাপিতলা এলাকায় অবস্থিত।
শুক্রবার সরেজমিনে দেখা যায়, আঞ্চলিক মহাসড়কের দক্ষিণ পাশে অবস্থিত বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের ম্যুরাল। ম্যুরালে থাকা কবির ছবির মুখমণ্ডল কালো রঙে ঢাকা। রবীন্দ্রনাথ ও ঠাকুর বানান দুটিও বিকৃতি করা। দীর্ঘদিন ধরে রক্ষণাবেক্ষণের অভাবে ম্যুরাল চত্বরটিতে জন্মেছে আগাছা ও লতাপাতা। চটে গেছে রং। সিসি ক্যামেরা স্থাপন করা থাকলেও বেশ কিছুদিন ধরে তা অকেজো। ঘটনাস্থল পরিদর্শন করছেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) বিজয় কুমার জোয়ার্দার। এ সময় সহকারী কমিশনার বিজয় কুমার জোয়ার্দার বলেন, খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করা হয়েছে। কে বা কারা কখন বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের ম্যুরালে কালি লাগিয়েছে তা জানা যায়নি। অপরাধীদের চিহ্নিত করে আইনের আওতায় আনা হবে। এ ছাড়াও খুব দ্রুতই ম্যুরালটির সংস্কার কাজ করা হবে।