ঢাকা মহানগর পুলিশের রামপুরা থানা এলাকায় এক নারী সাংবাদিকের শ্লীলতাহানির অভিযোগে গ্রেপ্তার তিন আসামিকে কারাগারে পাঠানো হয়েছে। গতকাল শুনানি শেষে ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. সেফাতুল্লাহর আদালত এ আদেশ দেন। কারাগারে যাওয়া আসামিরা হলেন সোয়েব রহমান জিসান, রাইসুল ইসলাম ও কাউসার হোসেন।
রামপুরা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আতাউর রহমান আকন্দ এ তথ্য নিশ্চিত করেন। এর আগে বুধবার রাতে রামপুরায় হেনস্তার ঘটনাটি সমাজমাধ্যমে ব্যাপক আলোচনায় আসে। বিষয়টি নজরে আসার পর র্যাব-৩ ছায়া তদন্ত শুরু করে। এ ঘটনায় ভুক্তভোগী নারী সাংবাদিক বাদী হয়ে রামপুরা থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা করেন। আসামি ধরতে র্যাব কাজ শুরু করে। পরে প্রধান আসামি সোয়েব রহমান জিসানকে রামপুরার মেরাদিয়া থেকে গ্রেপ্তার করা হয়।
তার দেওয়া তথ্যে বেইলি রোড থেকে মো. রাইসুল ইসলাম ও গেন্ডারিয়া থেকে কাউসার হোসেনকে গ্রেপ্তার করে র্যাব।