গাজীপুরের টঙ্গী চেরাগআলী এলাকায় গান বাজানোর অপরাধে মারধর করে মুক্তিপণ আদায়ের অভিযোগ পাওয়া গেছে। ঘটনাটি ঘটে গত বৃহস্পতিবার রাতে। এ ঘটনায় ভুক্তভোগী কাওছার গতকাল বিকালে মুদাফা মধ্যপাড়া এলাকার মাসুম ও নাঈমের বিরুদ্ধে টঙ্গী পশ্চিম থানায় একটি অভিযোগ দায়ের করেন। ভুক্তভোগী কাওছার জানান, গত বৃহস্পতিবার রাত সাড়ে ১০টায় অটোরিকশায় গান বাজিয়ে যাত্রী নিয়ে চেরাগআলী যাচ্ছিলেন। এ সময় বেক্সিমকো ওষুধ কারখানার সামনে পৌঁছলে মাসুম ও নাঈম রিকশার গতিরোধ করে রিকশায় গান বাজানোর অপরাধে মারধর করেন এবং ৫ হাজার টাকা মুক্তিপণ দাবি করেন। পরে কাওছারের বাবা জামান হোসেনকে খবর দেওয়া হলে, ঘটনাস্থলে পৌঁছে নগদ ১ হাজার টাকা ও বাকি চার হাজার টাকা পরিশোধের শর্তে ছেলেকে ছাড়িয়ে নেন। এ বিষয়ে মাসুমের সঙ্গে যোগাযোগ করলে তার বিরুদ্ধে আনীত অভিযোগ মিথ্যা বলে দাবি করে বলেন, কতিপয় ব্যক্তি আমার বিরুদ্ধে ষড়যন্ত্র করে আসছে। এ ব্যাপারে টঙ্গী পশ্চিম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ইস্কান্দার হাবিবুর রহমান বলেন, মাসুমের বিরুদ্ধে থানায় একাধিক অভিযোগ রয়েছে।
বিষয়টি তদন্তপূর্বক আইনগত ব্যবস্থা নেওয়া হবে।