বাংলাদেশ জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার বলেছেন, বাংলাদেশের মানুষ ২০১৪, ২০১৮, ২০২৪-এর মতো নির্বাচন আর দেখতে চায় না। অন্তর্বর্তী সরকার যে নির্বাচনের প্রস্তুতি নিচ্ছে সে নির্বাচন হতে হবে পুলিশ ও সিভিল প্রশাসনসহ সংশ্লিষ্ট সব রাষ্ট্রীয় অর্গানগুলো সংস্কার
করে। ১৫ বছরের জঞ্জাল পরিষ্কার করেই হবে আগামী নির্বাচন। সেই সঙ্গে যারা বিগত দেড় দশকে লুটপাট, খুন, দুর্নীতি ও অনিয়ম করেছে তাদের ট্রাইব্যুনালে বিচার করতে হবে।
খুলনার হরিণটানা থানার আরাফাত নগর ইউনিট জামায়াতে ইসলামী কর্মী সম্মেলনে গতকাল প্রধান অতিথির বক্তৃতায় তিনি এসব কথা বলেন। সভাপতিত্ব করেন হরিণটানা থানা জামায়াতে ইসলামীর আমির আবদুল গফুর।
গোলাম পরওয়ার আরও বলেন, আগামী নির্বাচন হতে হবে ৫ আগস্টের চেতনায় উদ্বুদ্ধ হয়ে জাতীয় ঐক্যের নির্বাচন। সেই নির্বাচনের মধ্য দিয়ে একটি শান্তিপূর্ণ, অর্থনৈতিক সমৃদ্ধশালী কল্যাণ রাষ্ট্র গঠন করা হবে। তিনি বলেন, জুডিশিয়াল ক্যু করে জামায়াত নেতৃবৃন্দকে ফাঁসি দেওয়া হয়েছে। সেই জুডিশিয়াল ক্যুর সঙ্গে যারা জড়িত, তাদের বিচারের আওতায় আনতে হবে।
তিনি বলেন, বাংলাদেশের মানুষ ফ্যাসিবাদ কখনো মেনে নেবে না। আমরা সবাই ঐকমত্যের ভিত্তিতেই চলতে চাই। যারা কিছু কিছু সুবিধা নিচ্ছেন, তারা আমাদের সঙ্গে একমত নাও হতে পারেন। আমরা গণতান্ত্রিক উপায়ে নির্বাচন চাই, তা হবে সুষ্ঠুভাবে সঠিকভাবে। নিয়মতান্ত্রিকভাবে বাংলাদেশের সরকার গঠন করতে চাই। বিগত ফ্যাসিবাদ সরকার জনগণের সব অধিকার; বাকস্বাধীনতা, গণতান্ত্রিক অধিকার, সাংবিধানিক অধিকার, মিডিয়ার স্বাধীনতা, অর্থনৈতিক, সামাজিক, রাজনৈতিক, শিক্ষা, ধর্মীয় মূল্যবোধ সবকিছু তছনছ করে দিয়েছে। বাংলাদেশের মানুষ ২০১৪, ১৮ ও ২৪ সালে ভোট দিতে পারেনি। এ দেশের মানুষ আর এরকম নির্বাচন হতে দেবে না।