বিপিএলের এখন পর্যন্ত রংপুর রাইডার্স তাদের খেলা ৮ ম্যাচের সবগুলো জিতে প্লে-অফ নিশ্চিত করেছে। তবে রংপুর দলে থাকা সৌম্য সরকারকে এবারের বিপিএলে এখনও খেলতে দেখা যায়নি। কারণটা ইনজুরি। তবে আশার কথা, আঙুলের চোট অনেকটা কাটিয়ে উঠেছেন সৌম্য। অনুশীলন করছেন। চিকিৎসকদের সবুজ সংকেত পেলে হয়তো তাকে এই বিপিএলে খেলতেও দেখা যাবে।
কয়েক সপ্তাহ আগে গ্লোবাল সুপার লিগে রংপুর রাইডার্সকে চ্যাম্পিয়ন করার পথে ১৮৮ রান করে টুর্নামেন্টসেরা হয়েছিলেন সৌম্য। পরে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে দারুণ ছন্দে ছিলেন বাঁহাতি ব্যাটার। কিন্তু সুখের সময়ে হঠাৎই চোটে পরেন তিনি।
সেই চোট বিপিএলে এখন পর্যন্ত ম্যাচ খেলতে দেয়নি সৌম্যকে। রান বন্যার এবারের টুর্নামেন্টে খেলতে না পেরে তাই কষ্ট পাচ্ছেন তিনি। কবে ফিরবেন তা জানা না গেলেও চট্টগ্রামে সংবাদ মাধ্যমকে বাংলাদেশের ওপেনার বলেছেন, ‘চোটের সময়ে একটা কঠিন সময় ছিল। সব থেকে কষ্টের ছিল বাসায় বসে খেলা দেখা। খেলাগুলো খেলতে পারছিলাম না এটা একটা কষ্টের জায়গা ছিল।’
বিপিএলে দলগুলোর বড় স্কোর দেখে খুশি সৌম্য। আগামীতেও এমন রান বন্যার টুর্নামেন্ট হলে জাতীয় দলের জন্য ভালো হবে বলে মনে করেন তিনি।
সৌম্য বলেন, ‘বিপিএলে অনেক রান হচ্ছে ভালো করছে। এই ধারাবাহিকতা যদি রাখা যায় তাহলে টি-টোয়েন্টিতে আমরাও উন্নতি করতে পারব। জানবো ২০০ রান কীভাবে করতে হয়, দশ উইকেট কীভাবে নিতে হয়। এটা আমাদের আয়ত্ত্বের ভেতর থাকবে। অন্য কোথাও গেলে আমরা চাপে পড়ব না, চাপটা সহজেই মানিয়ে নিতে পারব।’
চ্যাম্পিয়নস ট্রফিতে বাংলাদেশে দারুণ কিছু করতে পারবে কিনা এমন প্রশ্নের উত্তরে সৌম্য জানিয়েছেন, নিজেদের ওপর বিশ্বাস রাখলে অবশ্যই পারব। তিনি বলেছেন, ‘সবাই যদি বিশ্বাস করি যে পারব তাহলে আমরা পারব। আমরা তো কেউ বিশ্বাসই করি না পারব। আগে নেগেটিভ কথা বলি। ওই টুর্নামেন্টের শুরুতে বলেছিলাম, যদি তিন সাইডে ভালো করতে পারি আমরা জিততে পারব।’
বিডি প্রতিদিন/মুসা