পর্তুগিজ সুপারস্টার ক্রিস্টিয়ানো রোনালদোর একটি গোল ঘিরে ফের লড়াই শুরু মেসি ও সিআরসেভেন ফ্যানদের। আর এই লড়াই বাধিয়ে দিয়েছেন ব্রিটিশ সাংবাদিক পিয়ার্স মর্গান! বুধবার সাম্পডোরিয়ার বিরুদ্ধে একটি অসাধারণ গোল করে জুভেন্টাসকে জেতান রোনালদো। মর্গান কয়েক সেকেন্ডের ভিডিও ক্লিপটি পোস্ট করে লিখে দেন, ‘মেসি এমন পারবেন না’। ব্যাস শুরু হয়ে যায় মেসি ফ্যানদের আক্রমণ।
ইতালির টপ প্রফেশনাল ফুটবল ক্লাবগুলো নিয়ে চলা টুর্নামেন্ট ‘সেরি এ’তে বুধবার মুখোমুখি হয়েছিল জুভেন্টাস ও সাম্পডোরিয়া। ম্যাচ ছিল, ইতালির জেনোয়া শররের স্টুডিও লুইগি ফেরাসিস- স্টেডিয়ামে।
ম্যাচের প্রথমার্ধ ১-১ গোলে প্রায় শেষ হচ্ছিল। শেষ মুহূর্তে ৪৫ মিনিটে এক সতীর্থর বাড়িয়ে দেওয়া বল অসাধারণ দক্ষতায় লাফিয়ে উঠে মাথায় দিয়ে গোল করে দেন রোনালদো। সাম্পডোরিয়ার ২৯ নম্বর জার্সিধারী ডিফেন্ডার মুরু'র মাথার উপর নিজের শরীরের অর্ধেকটা তুলে নিয়ে যান। স্পট জাম্প দিয়ে প্রায় ১০ ফুট উপরের বল বিপক্ষের জালে জড়িয়ে দেন।
গোলের এই ভিডিও ক্লিপটি ‘স্পোর্টস পিআর কম্পানি’র ভেরিফায়েড টুইটার হ্যান্ডলে পোস্ট হয়। ১৪ সেকেন্ডের সেই ভিডিও রিটুইট করে মর্গান লিখে দেন, ‘মেসি এমন পারবেন না’। আর তারপরই আসরে নেমে পড়েন মেসি ফ্যানেরা।
মেসি ফ্যানেরা মর্গানের পোস্টে একের পর এক কমেন্ট করতে থাকেন। সেখানে মেসির ব্যালন ডি’অর জেতা থেকে অসাধারণ সব গোলের ভিডিও পোস্ট করতে থাকেন।
রোনালদোর গোলের ভিডিওটি প্রায় ২৫ লাখ বার দেখা হয়েছে একটি টুইটার হ্যান্ডল থেকেই। আর সেটি রিটুইট করা মর্গানের পোস্টে কমেন্ট পড়েছে প্রায় ১৪ হাজার। তার বেশিরভাগই মেসি ফ্যানদের।
বিডি প্রতিদিন/ ওয়াসিফ