আজ থেকে পর্দা উঠছে পাকিস্তান সুপার লিগের (পিএসএল) দশম আসরের, আর টুর্নামেন্টের প্রথম দিনেই মাঠে নামছে লাহোর কালান্দার্স। এ ম্যাচ ঘিরে বিশেষ আগ্রহে তাকিয়ে আছেন বাংলাদেশের ক্রিকেটভক্তরা, কারণ লাহোরের হয়ে খেলছেন বাংলাদেশের তরুণ লেগস্পিন অলরাউন্ডার রিশাদ হোসেন।
নিলামের মাধ্যমে লাহোর দলে জায়গা পাওয়া রিশাদকে একাদশে দেখা যাবে কি না— সেটাই এখন কোটি টাকার প্রশ্ন। যদিও দলের প্রস্তুতি পর্ব এবং টিম কম্বিনেশন বিশ্লেষণ করলে বোঝা যায়, রিশাদকে নিয়েই পরিকল্পনা সাজাচ্ছেন টিম ম্যানেজমেন্ট।
নেট সেশনে লাহোরের ব্যাটারদের বিপক্ষে রিশাদ বেশ কার্যকর প্রমাণিত হয়েছেন। তার স্পিনে ব্যাটারদের ভোগাতে দেখা গেছে, এমনকি একাধিকবার বোল্ডও করেছেন সতীর্থদের। দলের একমাত্র মূল লেগস্পিনার হিসেবেই আছেন তিনি। লাহোর স্কোয়াডে রিশাদ ছাড়া বাঁহাতি স্পিনার আছেন দু’জন— ৩৮ বছর বয়সী আসিফ আফ্রিদি এবং ১৮ বছর বয়সী মুমিন কমর। অভিজ্ঞতা ও সাম্প্রতিক পারফরম্যান্স বিবেচনায় তাদের একাদশে থাকার সম্ভাবনা তুলনামূলক কম।
তাছাড়া, লাহোর কালান্দার্সের কোচ হিসেবে আছেন সাবেক বাংলাদেশ কোচ রাসেল ডমিঙ্গো, যিনি রিশাদের সামর্থ্য সম্পর্কে ভালোভাবেই জানেন। বিশেষ করে ব্যাট হাতে রিশাদের আক্রমণাত্মক ঝলক অনেকবারই দেখেছেন তিনি।
দলের প্রতি রিশাদের গুরুত্ব বোঝা গেছে তাকে স্বাগত জানানোর ভিডিওতেও। লাহোরের মালিক ও টিম ডিরেক্টর সামিন রানা, অধিনায়ক শাহীন আফ্রিদি এবং অলরাউন্ডার সিকান্দার রাজা মধ্যরাতে টিম হোটেলে গিয়ে রিশাদের সঙ্গে দেখা করেন— যা দলীয় আবহে তার গুরুত্ব তুলে ধরে।
সব মিলিয়ে আজকের ম্যাচে একাদশে জায়গা পাওয়ার দৌড়ে রিশাদ এগিয়ে থাকলেও চূড়ান্ত সিদ্ধান্ত জানা যাবে ম্যাচ শুরুর আগে। তবে বাংলাদেশি সমর্থকরা নিশ্চিতভাবেই তাকিয়ে আছেন তরুণ এই লেগস্পিনারের অভিষেক দেখার আশায়।
বিডি প্রতিদিন/মুসা