পেশাদার ফুটবলে আবির্ভাবের পর বসুন্ধরা কিংস একাধিকবার মুখোমুখি হয়েছে ঢাকা আবাহনীর বিপক্ষে। এর মধ্যে পেশাদার লিগ, ফেডারেশন ও স্বাধীনতা কাপের লড়াই রয়েছে। দুই দলের প্রথম দেখা হয় ফেডারেশন কাপের ফাইনালে। আবাহনী জিতে আসরে চ্যাম্পিয়ন হয়েছিল। সেই ফেডারেশন কাপে আজ বসুন্ধরা কিংস ও আবাহনী মুখোমুখি হবে। কুমিল্লায় ভাষা সৈনিক ধীরেন্দ্রনাথ দত্ত স্টেডিয়ামে বেলা ২টা ৪৫ মিনিটে ম্যাচ শুরু হবে। নতুনত্ব বা একে দুই দলের অন্যরকম লড়াইও বলা যেতে পারে। এর আগে ফেডারেশন কাপে এমন নিয়মে কেউ মুখোমুখি হয়নি। ১৯৮০ সালে শুরু হওয়ার পর এ আসরে এবারই ব্যতিক্রম ঘটেছে। আগে নকআউট পর্বে কোয়ার্টার বা সেমিফাইনাল হতো। তারপর শিরোপা নির্ধারণী অর্থাৎ ফাইনাল ম্যাচ।
আজ কুমিল্লায় যারা জিতবে তারা সরাসরি ফাইনালে চলে যাবে। তবে পরাজিত দলের বিদায় ঘটবে না। আজ ময়মনসিংহে ফেডারেশন কাপের আরেক লড়াইয়ে ব্রাদার্স ইউনিয়ন ও রহমতগঞ্জ একই সময়ে মুখোমুখি হবে। এখানে যারা জিতবে তাদেরই বিপক্ষে ১৫ এপ্রিল কুমিল্লার পরাজিত দল খেলবে। যারা জিতবে তারাই ফাইনালে কুমিল্লায় জয়ী দলের সঙ্গী হবে। ২২ এপ্রিল হবে শিরোপার লড়াই। আসরের আকর্ষণ বাড়াতে নিয়মের নতুনত্ব বা বদল করা হয়েছে। এবারের ফেডারেশন কাপে দুই গ্রুপে বিভক্ত হয়ে ১০ দল অংশ নিয়েছে। দুই গ্রুপের চ্যাম্পিয়ন বসুন্ধরা কিংস ও আবাহনী সরাসরি অর্থাৎ ফাইনালে ওঠার লড়াইয়ে আজ খেলবে। অন্যদিকে গ্রুপের দুই রানার্সআপ ব্রাদার্স ইউনিয়ন ও রহমতগঞ্জ মুসলিম ফ্রেন্ডর্স সোসাইটি এলিমিনেটর ম্যাচ খেলবে। পরাজিত দলের বিদায় ঘটবে।
এবারের ফেডারেশন কাপে গ্রুপ পর্বেই বড় অঘটন ঘটে গেছে। আসরের দ্বিতীয় সর্বোচ্চ শিরোপা জেতা দল ঐতিহ্যবাহী ঢাকা মোহামেডানের বিদায় হয়েছে। তাই স্বাভাবিকভাবে আজ চোখ থাকবে বসুন্ধরা ও আবাহনী ম্যাচের দিকেই। অন্যরকম লড়াইয়ে আজ জিতবে কে? বসুন্ধরা না আবাহনী। সর্বোচ্চ শিরোপা জেতা দল আবাহনী। পরিসংখ্যানে আবার বসুন্ধরা এগিয়ে। দুই দলে আছেন নির্ভরযোগ্য ফুটবলার। চলতি মৌসুমে আজই প্রথমবার আবাহনীতে বিদেশি ফুটবলার দেখা যাবে। পেশাদার লিগে ১০ম রাউন্ড ও ফেডারেশন কাপের গ্রুপ ম্যাচে দলটি মাঠে নেমেছে স্থানীয়দের নিয়ে। আগে খেলে যাওয়া ব্রাজিলের রাফায়েল আগস্টো ফিরে এসেছেন। সেই সঙ্গে নতুনভাবে নাইজেরিয়ার ফরোয়ার্ড এমেকা যোগ দিয়েছেন। দলীয় ম্যানেজার সাবেক তারকা ফুটবলার সত্যজিৎ দাস রুপু বলেন, ‘আজ গুরুত্বপূর্ণ ম্যাচে দুই বিদেশিই মাঠে নামবে।’
এ নিয়ে শঙ্কিত নয় বসুন্ধরা। হেড কোচ ভ্যালেরিও তিতা বলেন, ‘জেতার জন্যই আমরা মাঠে নামব। দলে বেশ কয়েকজন নির্ভরযোগ্য খেলোয়াড় রয়েছেন।’ কোচ আশাবাদী হলেও কিছুটা সমস্যায় আছে তা টিম ম্যানেজমেন্ট স্বীকার করেছেন। দলের প্রাণভোমড়া অধিনায়ক মিগেল ফিগেইরা খেলবেন না। ব্রাজিল থেকে এখনো তিনি ফেরেননি। নতুনভাবে যোগ দেওয়া আর্জেন্টিনার হুয়ান লেসকানোর আজই অভিষেক হতে পারে। কিন্তু ঢাকায় প্রশিক্ষণের সময় চোট পান তিনি। কোচ মাহবুবুর রহমান রক্সি বলেছেন, তিনি পুরোপুরি ফিট। ভারতের বিপক্ষে আঘাত পেয়ে তপু বর্মণ প্রথমার্ধে উঠে যান। তবে ইনজুরি কাটিয়ে আজ খেলবেন তিনি। রক্ষণভাগে দেখা যাবে নতুন ব্রাজিলিয়ান ভেসিয়েলকে। মধ্য মাঠে ফিরে আসা গফুরভের সঙ্গে জুটি বাঁধবেন জনাথন ফার্নান্দেজ। রাকিব, মোরসালিন, সোহেল রানা সিনিয়ররা তো ফর্মেই আছেন। ইনজুরিতে আজ মাঠে নামবেন না আবাহনীর পাপন সিং। তারপরও হেড কোচ মারুফুল হক ভয়ের কিছু দেখছেন না। ইয়াসিন খান ও শাকিল হোসেন থাকছেন। হৃদয়, ইব্রাহিম, মিরাজুল, এনামুলরা ফর্মে রয়েছেন। গোলে তো দেশসেরা মিতুল মারমা। শক্তির দিক দিয়ে দুই দলই সমান। মারুফ বলেন, ‘লড়াই হবে হাড্ডাহাড্ডি। লিগে প্রথম লেগে জয় আমাদের অনুপ্রেরণা জোগাবে।’