বিকেএসপিতে মোহামেডান-শাইনপুকুর ম্যাচে হাসিমুখে টস করেছিলেন। এরপর ম্যাসিভ হার্ট অ্যাটাক। জীবনমৃত্যুর সন্ধিক্ষণে পৌঁছে গিয়েছিলেন তামিম ইকবাল। দ্রুত হাসপাতালে নিয়ে আর্টারিতে একটি রিং পরানো হয় বাঁহাতি ওপেনারের। এখন তিনি সুস্থ। সিঙ্গাপুরের ফ্যারার পার্ক হাসপাতালে চিকিৎসাধীন শেষে দেশে ফিরে গতকাল পা রাখেন চিরচেনা মিরপুর স্টেডিয়ামে। তামিম যখন স্টেডিয়ামে প্রবেশ করেন, তখন ঘড়ির কাঁটায় পৌনে ৩টা। মাঠে খেলছে দুই প্রবল প্রতিপক্ষ আবাহনী ও মোহামেডান। তামিমের উপস্থিতিতে হয়তো আত্মবিশ্বাসটা বেড়ে গিয়েছিল মোহামেডানের। চিরপ্রতিদ্বন্দ্বী আবাহনীকে ২৬৫ রানের টার্গেট ছুড়ে দুরন্ত বোলিংয়ে ৩৯ রানের জয় তুলে নেয় মোহামেডান। ৯ বছর পর লিস্ট ‘এ’ ক্রিকেটে আবাহনীকে হারিয়েছে মোহামেডান। রাউন্ড রবিন লিগের খেলা শেষে মোহামেডান ও আবাহনীর পয়েন্ট এখন ১১ ম্যাচে ৯ জয়ে সমান ১৮। অবশ্য রানরেটে আবাহনী এগিয়ে। বর্তমান চ্যাম্পিয়নদের রানরেট ১.৪৬৮ এবং মোহামেডানের রানরেট ০.৭৭১। বসুন্ধরা প্রিমিয়ার ক্রিকেটের সুপার সিক্সে দুই দল শুরু করবে সমানে সমানে থেকে। গতকাল মোহামেডানের জয়ের নায়ক ওপেনার আনিসুল ইসলাম ইমন। ১১৮ বলে ১৮ চার ও ২ ছক্কায় ১১৪ রান করেন। ৪ উইকেট নেন পেসার এবাদত হোসেন। প্রথমে ব্যাটিংয়ে ৪৮.২ ওভারে ২৬৪ রান করে মোহামেডান। ইমনের সেঞ্চুরি ছাড়াও ৪৮ রান করেন উইকেটরক্ষক ব্যাটার মাহিদুল ইসলাম অঙ্কন। ব্যাটিংয়ে পুরোপুরি ব্যর্থ ছিলেন মুশফিকুর রহিম ও মাহমুদুল্লাহ রিয়াদ। মুশফিক ২০ ও মাহমুদুল্লাহ ১৭ রান করেন। মেহেদী হাসান মিরাজ ১৮, অধিনায়ক তাওহিদ হৃদয় ৩ রান করেন। আবাহনীর পক্ষে ৩ উইকেট নেন নাহিদ রানা।
২৬৫ রানের টার্গেটে আবাহনীর পক্ষে অধিনায়ক নাজমুল হোসেন শান্ত একাই লড়েছেন। খেলেছেন ৮০ রানের ঝকমকে ইনিংস। ১১৩ বলের ইনিংসটিতে ৭টি চার থাকলেও ছিল না কোনো ছক্কা। মোহামেডানের পক্ষে ৪ উইকেট নেন এবাদত। এ ছাড়া ২টি করে উইকেট নেন মিরাজ ও সাইফুদ্দিন। বিকেএসপিতে অধিনায়ক আজিজুল হাকিমের সেঞ্চুরিতে গুলশান ক্রিকেট ক্লাব ৫ উইকেটে হারিয়েছে প্রাইম ব্যাংককে। আজিজুল খেলেন ১০৫ রানের ইনিংস। আবদুল মজিদের সেঞ্চুরিতে রূপগঞ্জ টাইগার্স ২৮ রানে হারিয়েছে শাইনপুকুরকে। মজিদ খেলেন ১০২ রানের ইনিংস।