ঢাকা ক্রীড়াঙ্গনের এক সময়কার পরিচিত মুখ ইস্কাটন সবুজ সংঘ। ক্রিকেট ও ফুটবল উভয় ক্যাটাগরিতেই শক্তিশালী প্রতিপক্ষ ছিল। এ দল থেকে ক্রিকেটে বাংলাদেশকে প্রতিনিধিত্ব করেছেন খালেদ মাহমুদ সুজন, মেহরাব হোসেন অপি, শাহরিয়ার হোসেন বিদ্যুত, হান্নান সরকারের মতো ক্রিকেটার। ফুটবলেও একাধিক খেলোয়াড় প্রিমিয়ার বিভাগে খেলেছেন। এক সময়কার পরিচিত ক্লাবটি সাংগঠনিক দুর্বলতায় জায়গা করে নিয়েছিল স্মৃতির ভাগাড়ে। ক্লাবটি এখন নতুন করে ক্রীড়াঙ্গনে ফিরে আসছে। তৃণমূল থেকে খেলোয়াড় সংগ্রহ করে ক্লাবটি আবারও দেশের ক্রীড়াঙ্গনে অবদান রাখতে চায়। এজন্য শনিবার ইস্কাটন সবুজ সংঘ ক্লাবে নতুন কমিটি গঠন করা হয়েছে। ক্লাবটির সভাপতি হয়েছেন আলিফ গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ সুজা উদ্দিন এবং সাধারণ সম্পাদক হয়েছেন সাবেক ক্রিকেটার মীর আক্তার উদ্দীন আহমেদ মনু। ক্রিকেট কমিটির চেয়ারম্যান হাজী মো. শরীফুল ইসলাম এবং সম্পাদক মো. মশিউল আজম সজল।
শনিবার ক্লাব প্রাঙ্গণে উপস্থিত ছিলেন বাংলাদেশ ফুটবলের কিংবদন্তি স্ট্রাইকার এনায়েতুর রহমান। বাংলাদেশ ক্রিকেট দলের প্রথম অধিনায়ক গাজী আশরাফ হোসেন লিপু, আহমেদ সাজ্জাদুল আলম ববি, মিলন, শ্যামল, আসিফ ইকবাল, আম্পায়ার লিটনসহ অনেকেই।