পর্যটন কেন্দ্র কুয়াকাটার সৈকতে এবার ভেসে এলো মৃত একটি সামুদ্রিক কচ্ছপ। প্রায় ১ মন ওজনের কচ্ছপটির পিঠ ছিল লালচে বাদামি রঙের এবং পেটের চামড়া ছিল হলুদ রঙের।
রবিবার বিকালে লেম্বুর বন সংলগ্ন সৈকতে কচ্ছপটি দেখতে পায় স্থানীয়রা। খবর পেয়ে স্বেচ্ছাসেবীরা ঘটনাস্থলে পৌঁছে বন বিভাগকে অবহিত করে। পরে মৃত কচ্ছপটিকে মাটি চাপা দেওয়া হয় বলে জানান ‘আমরা কুয়াকাটাবাসী’ স্বেচ্ছাসেবী সংগঠনের সভাপতি হাফিজুর রহমান আকাশ।
স্থানীয়রা জানান, কচ্ছপটির বিভিন্ন স্থানে ক্ষতচিহ্ন ছিল। তাদের ধারণা, জেলেদের জালে আটকে কচ্ছপটি গভীর সাগরে মারা যায়। পরে জোয়ারের সময় স্রোতের টানে এটি তীরে ভেসে আসে।
মহিপুর বনবিভাগের রেঞ্জ কর্মকর্তা আবুল কালাম বলেন, খবর পেয়ে বনকর্মীদের ঘটনাস্থলে পাঠানো হয়। কচ্ছপটি মাটি চাপা দেওয়া হয়েছে।
বিডিপ্রতিদিন/কবিরুল