শিশুদের মেধা ও মননের বিকাশে বই অপরিহার্য। এক সময় বাচ্চারা বই পড়ে আর গল্প শুনে সময় কাটাতো। সে দৃশ্য এখন রূপকথার গল্পের মতোই। তথ্যপ্রযুক্তির উৎকর্ষতায় বই থেকে বিচ্যুত হয়ে মোবাইলে আসক্ত হয়ে পড়েছে শিশুরা। ফলে তাদের মেধা ও মননের সঠিক বিকাশ ঘটছে না।
মোবাইলের আসক্তির কারণে বই পাঠ থেকেও দূরে সরে গেছে নতুন প্রজন্ম। তাই এ প্রজন্মকে বইমুখী করতে ব্যতিক্রমী উদ্যোগ নিয়েছে প্রকাশনা সংস্থা ঋদ্ধি প্রকাশনী। এ উদ্যোগের মধ্যে রয়েছে- সপ্তাহের ছুটির দিন বিকালে শিশুদের গল্প শোনানো, বই পাঠ করানো ও গল্প বলানো।
গতকাল ছিল ব্যতিক্রমী এই উদ্যোগের প্রথম বর্ষপূর্তি। মিরপুরের কার্যালয়ে বই পড়া, গল্প বলা, আবৃত্তি ও কেক কাটার মধ্য দিয়ে দিনটি উদ্যাপন করেছে সংস্থাটি।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন নাট্যব্যক্তিত্ব মামুনুর রশীদ। শিশুদের গল্প শোনান এ আসরের গল্প পড়ুয়া রাজিয়া সুলতানা। এ সময় উপস্থিত ছিলেন ঋদ্ধি প্রকাশনীর স্বত্বাধিকারী মাহবুবুল হাসান ফয়সাল ও এনিগমা টিভির উপস্থাপিকা শর্মী।