মেহেরপুরে হাইস্কুল মাঠে বাণিজ্যমেলা বন্ধের দাবিতে মেহেরপুর শহরের বড়বাজার মোড়ে টায়ার জ্বালিয়ে বিক্ষোভ সমাবেশ করেছেন ব্যবসায়ীরা। গতকাল দুপুরে মেহেরপুর শহরে বড় বাজার মোড়ে ব্যবসায়ীরা এ কর্মসূচি পালন করেন। এ সময় মেহেরপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) খায়রুল ইসলামের নেতৃত্বে সেনাবাহিনীর একটি দল ঘটানাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন। তারা মেলা বন্ধের বিষয়ে প্রশাসনিক পদক্ষেপ গ্রহণের আশ্বাস দেন।
ব্যবসায়ীদের অভিযোগ, মেহেরপুর হাইস্কুল মাঠে বাণিজ্যমেলার নামে সার্কাস, হাউজী জুয়া ও লটারির আয়োজন করা হচ্ছে। এসএসসি পরীক্ষা চলাকালে জেলা প্রশাসকের এমন কাণ্ডজ্ঞানহীন উদ্যোগে উদ্বিগ্ন অভিভাবক মহল ও পরীক্ষার্থীরা।
অভিভাবক সামসুল আলম বলেন, ‘আমার মেয়ে এবার এসএসসি পরীক্ষা দিচ্ছে। বালক হাইস্কুল তার পরীক্ষা কেন্দ্র। অথচ জেলা প্রশাসক শিক্ষার্থীদের ভবিষ্যৎ না ভেবে এলআরআর ফান্ডের ভবিষ্যৎ চিন্তা করে মেলার নামে জুয়ার আসর বসানোর জন্য মরিয়া হয়ে উঠেছেন।’
জেলা প্রশাসক সিফাত মেহেনাজের বক্তব্য জানতে তার অফিসে এবং মোবাইলে একাধিকবার চেষ্টা করেও কোনো মন্তব্য করতে রাজি হননি।