সিলেটের পৃথক অভিযানে পাঁচ মাদক কারবারিকে আটক করেছে র্যাব। এ সময় তাদের কাছ থেকে উদ্ধার করা হয়েছে ৭ হাজার ৮৩৯ পিস ইয়াবা ও ২০৭ বোতল ফেনসিডিল। গতকাল এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায় র্যাব-৯-এর মিডিয়া বিভাগ।
র্যাব জানায়, শুক্রবার বিকাল ৫টার দিকে বিয়ানীবাজার থানার চারখাই বাজার এলাকায় অভিযান চালিয়ে ৪ হাজার ৮৩৯ পিস ইয়াবাসহ মো. মিনু মিয়া (৬০) নামের এক ব্যক্তিকে আটক করা হয়। তিনি জকিগঞ্জ উপজেলার ছবড়িয়া গ্রামের বাসিন্দা। অন্যদিকে, গতকাল রাত ৮টার দিকে গোয়াইনঘাট থানার টিকর নয়াখেল এলাকায় অভিযান চালিয়ে ৩ হাজার ১০০ পিস ইয়াবাসহ আবদুল আহাদ (২৫) নামে এক যুবককে আটক করা হয়। তিনিও একই এলাকারই বাসিন্দা। এ ছাড়া সিলেট এয়ারপোর্ট থানার খাদিমনগর ইউনিয়নের ধুপাগুল বাজার এলাকায় অভিযান চালিয়ে ২০৭ বোতল ফেনসিডিলসহ গ্রেপ্তার করা হয় তিনজনকে।
তারা হলেন- রায়হান মিয়া (৩৪), হারুন অর রশিদ (৪৪) ও আরিফ মিয়া (৩৫)। তারা সবাই নরসিংদী জেলার বিভিন্ন এলাকার বাসিন্দা।
র্যাব-৯-এর মিডিয়া অফিসার অতিরিক্ত পুলিশ সুপার কে এম শহিদুল ইসলাম সোহাগ জানান, আটককৃতদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করে জব্দকৃত আলামতসহ সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।