পহেলা বৈশাখ ১৪৩২ উপলক্ষে ১৪ এপ্রিল দিনব্যাপী তিন কর্মসূচি পালন করবে জাতীয় সাংস্কৃতিক কেন্দ্র। কর্মসূচিতে থাকছে র?্যালি, বাঙালি মেজবান ও বাংলা সাংস্কৃতিক উৎসব। গতকাল বিকেলে রাজধানীর সেগুনবাগিচায় আয়োজিত সংবাদ সম্মেলনে সংগঠনটির সভাপতি কবি মুহিব খান এ তথ্য জানান। কর্মসূচিগুলো হলো- পহেলা বৈশাখের দিন সকাল ৯টায় রাজধানীর পল্টনের মুক্তাঙ্গন থেকে ‘বাংলা নবযাত্রা ১৪৩২’ নামে একটি র্যালি বা গণমিছিল বের করা হবে। মিছিলটি পুরানা পল্টন মোড়, জাতীয় প্রেসক্লাব, জাতীয় ঈদগাহ, হাইকোর্ট, সুপ্রিম কোর্ট ঘুরে শিল্পকলা একাডেমি সংলগ্ন জাতীয় মৎস্য ভবন সড়ক প্রাঙ্গণে গিয়ে শেষ হবে। দুপুর ১২টা থেকে জাতীয় মৎস্য ভবন সড়ক প্রাঙ্গণে বাঙালির ঐতিহ্যবাহী সংস্কৃতি ও সামাজিক আয়োজন ‘বাঙালি মেজবান’ অনুষ্ঠিত হবে।
যাতে দেশি চালের সাদা ভাত, দেশি গরুর তরকারি ও নানা রকম দেশীয় মিষ্টান্ন পরিবেশন করা হবে। সবশেষ বিকাল ৩টা থেকে সন্ধ্যা-রাত পর্যন্ত ‘বাংলা সাংস্কৃতিক উৎসব’ নামে এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হবে। এতে দেশীয় সংগীত, কবিতা ও ইতিহাস ঐতিহ্যভিত্তিক আলোচনা করা হবে।