একই সঙ্গে সংবিধান সংস্কার ও সংসদ নির্বাচনের দাবি জানিয়েছে জাতীয় সমাজতান্ত্রিক দল-জেএসডি। গতকাল ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে ১৯৭১ সালের ১০ এপ্রিল স্বাধীনতার ঘোষণাপত্র জারি উপলক্ষে ‘প্রজাতন্ত্র দিবস’ পালন কর্মসূচিতে এ কথা জানান দলটির নেতারা। এতে সভাপতিত্ব করেন দলের সিনিয়র সহসভাপতি তানিয়া রব। আলোচনায় অংশ নেন জেএসডি সাধারণ সম্পাদক শহীদ উদ্দিন মাহমুদ স্বপন, বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক, গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়কারী জোনায়েদ সাকি, আমার বাংলাদেশ পার্টির চেয়ারম্যান মজিবুর রহমান মঞ্জু প্রমুখ।
সভায় ’৭১ ও ’২৪-এর যুগসন্ধিক্ষণে ঐতিহাসিক মেলবন্ধনের দার্শনিক প্রাসঙ্গিকতার ওপর মূল বক্তব্য উপস্থাপন করেন দেশবরেণ্য গীতিকবি শহীদুল্লাহ ফরায়জী।
’৭১-এর ‘মুক্তিযুদ্ধ’ ও ২৪-এর ‘গণ অভ্যুত্থান’-এর আলোয় রাষ্ট্রকে বিনির্মাণে গীতিকবি শহীদুল্লাহ ফরায়জী ৮ দফা বা করণীয় উপস্থাপন করেন।