দেশের বিভিন্ন স্থানে গতকাল ব্যাপক আয়োজনে হিন্দু- ধর্মাবলম্বীদের অষ্টমীস্নানোৎসব উদ্যাপিত হয়েছে। উৎসবগুলোতে লাখ লাখ মানুষের উপস্থিতি ছিল। নিজস্ব প্রতিবেদক ও প্রতিনিধিদের পাঠানো খবর-
নারায়ণগঞ্জ : বন্দর উপজেলার লাঙ্গলবন্দ ব্রহ্মপুত্র নদে হিন্দুধর্মাবলম্বীদের মহাঅষ্টমীর স্নানোৎসবে পুণ্যার্থীর ঢল নামে। শুক্রবার দিবাগত রাত ১২টা থেকে লগ্ন শুরু হলেও গতকাল সকাল থেকে দেশ-বিদেশ থেকে আসা লাখ লাখ পুণ্যার্থীর পদচারণে মুখরিত হয়ে ওঠে সাড়ে তিন কিলোমিটার এলাকা। লগ্ন শেষ হয়েছে গতকাল দিবাগত রাত ১২টা ৪৫ মিনিটে। এবার ২০টি ঘাটে পুণ্যার্থীরা স্নান সম্পন্ন করেছেন। এদিকে পুণ্যার্থীদের ঢলে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে লাঙ্গলবন্দ সেতুর দুই প্রান্তে প্রায় ১৩ কিলোমিটার এলাকাজুড়ে যানজটের সৃষ্টি হয়।
লাঙ্গলবন্দ স্নান উৎসব উদ্যাপন ফ্রন্টের সাধারণ সম্পাদক ও জেলা প্রশাসন কর্তৃক গঠিত স্নান উৎসব উদ্যাপন উপদেষ্টা কমিটির সদস্য জয় কে রায় চৌধুরী বাপ্পি বলেন, স্নানোৎসবকে কেন্দ্র করে সব রকমের প্রস্তুতি আগেই সম্পন্ন করা হয়। অন্যান্য বছরের তুলনায় এবার নিরাপত্তা ব্যবস্থা আরও বেশি জোরদার করা হয়। জায়গায় জায়গায় সিসি ক্যামেরা ও ড্রোন ক্যামেরা রাখা হয়। প্রশাসনিক অন্যান্য সদস্যদের সঙ্গে এবার সেনাবাহিনীর সদস্যরাও থেকেছেন। এবার ২০টি ঘাটে পুণ্যার্থীরা স্নান করেছেন।
নারায়ণগঞ্জ জেলা পুলিশ সুপার প্রত্যুষ কুমার মজুমদার বলেন, এবারের স্নান উৎসবে নিরাপত্তা নিশ্চিত করার জন্য ১৫০০ পুলিশ সদস্যের পাশাপাশি, র্যাব, আনসার, বিজিবি সদস্যরা নিয়োজিত ছিলেন। বসানো হয় ৭টি ওয়াচ টাওয়ার, ৭০টির অধিক সিসি টিভি ক্যামেরা। আরও ছিল ৭টি মেডিকেল ক্যাম্প, ১০টি অ্যাম্বুলেন্স। নারায়গঞ্জ জেলা প্রশাসক মোহাম্মদ জাহিদুল ইসলাম মিঞা বলেন, এবারের স্নানোৎসবে ড্রোন রাখা হয়। নিরাপত্তায় সেনাবাহিনী থেকেছে। এবার পুণ্যার্থীরা স্নানোৎসব আনন্দমুখর পরিবেশে উদযাপন করতে পেরেছেন।
কিশোরগঞ্জ : কিশোরগঞ্জের হোসেনপুরের পুরাতন ব্রহ্মপুত্র নদে হিন্দু ধর্মাবলম্বীদের অন্যতম ধর্মীয় উৎসব অষ্টমীস্নানে লাখো পুণ্যার্থীর ঢল নামে। ভগবানের কৃপা ও পাপমুক্তির আশায় সব বয়সি নারী-পুরুষ স্নানোৎসবে অংশ নেন। গতকাল ভোর থেকে শুরু হয়ে দুপুর ১টা পর্যন্ত চলে স্নানোৎসব। হোসেনপুর উপজেলা প্রশাসনের সহযোগিতায় অষ্টমী স্নানোৎসবের আয়োজন করে পূজা উদ্যাপন পরিষদ হোসেনপুর উপজেলা ও পৌর শাখা। এ উপলক্ষে পুরাতন ব্রহ্মপুত্র নদের তীর, কুলেশ্বরী বাড়ি ও মাঠ এবং রামপুর বাজারে বসে অষ্টমীর মেলা। অষ্টমী স্নানোৎসব ও মেলাকে কেন্দ্র উপজেলার সর্বত্র উৎসবের আমেজ বিরাজ করে।
কুড়িগ্রাম : কুড়িগ্রামের চিলমারী উপজেলার রমনা এলাকার ব্রহ্মপুত্র নদে সনাতন ধর্মাবলম্বীদের অষ্টমীর স্নান গতকাল ভোর থেকে শুরু হয়। এ স্নানের লগ্ন ছিল ভোর ৪টা থেকে বিকাল ৫টা পর্যন্ত। স্নানকে ঘিরে লাখো পুণ্যার্থী ভিড় জমান নদ পাড়ে। অষ্টমী স্নানের আয়োজকরা জানান, এবার পুণ্য স্নানে ৩ লক্ষাধিক মানুষ অংশগ্রহণ করেছেন।
গাইবান্ধা : সনাতন ধর্মাবলম্বীদের অন্যতম ধর্মীয় আয়োজন অষ্টমী স্নান উৎসবে ব্রহ্মপুত্র নদে পুণ্যার্থীর ঢল নামে। পাপ মোচনের আশায় এ উৎসবে অংশ নিতে গাইবান্ধার ফুলছড়ি উপজেলার ব্রহ্মপুত্র নদের বালাসীঘাটসহ বিভিন্ন পয়েন্টে প্রায় লক্ষাধিক মানুষের সমাগম ঘটে। তিথি অনুযায়ী, গতকাল ভোর ৫টা থেকে শুরু হওয়া অষ্টমী স্নানের এ লগ্ন চলে বিকাল ৪টা পর্যন্ত। এ উপলক্ষে দেশের বিভিন্ন এলাকা থেকে আগত পুণ্যার্থীরা নির্দিষ্ট সময়ে নদীতে অবগাহন করেন। নিজ নিজ ইচ্ছা ও পারিবারিক রীতি অনুযায়ী তারা সঙ্গে আনেন ফুল, বেলপাতা, ডাব, ধান, দুর্বা ও পূজার উপকরণ। এসব সামগ্রী দিয়ে নদীর পাড়ে অর্চনা ও স্নান সম্পন্ন করেন ভক্তরা। অষ্টমী স্নানকে ঘিরে ফুলছড়িঘাট ও বালাসীঘাটে বসে গ্রামীণ মেলা।
মুন্সিগঞ্জ : মুন্সিগঞ্জে শান্তিপূর্ণভাবে সনাতন ধর্মাবলম্বীদের মহা অষ্টমী স্নান উৎসব পালিত হয়েছে। গতকাল ভোর ৫টা থেকে বিকাল পর্যন্ত সদর উপজেলার হাট-লক্ষ্মীগঞ্জ সংলগ্ন ধলেশ্বরী নদীর তীরে এ অষ্টমী স্নান উৎসব পালন করা হয়েছে। ঐতিহ্যবাহী স্নানোৎসবে অংশ নিতে নদীতীরে উপস্থিত হন হাজারো পুণ্যার্থী।