দেশের ইতিহাসে একক মাসের হিসাবে অতীতের রেকর্ড ভেঙে সর্বোচ্চ রেমিট্যান্স এসেছে মার্চে। টাকার অঙ্কে ৩২৯ কোটি ডলার, যা আগের মাসের তুলনায় ৩০ শতাংশ বেশি। ফেব্রুয়ারিতে প্রবাসীরা দেশে পাঠিয়েছেন ২৫২ কোটি ডলার।
গতকাল প্রকাশিত বাংলাদেশ ব্যাংকের হালনাগাদ প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে। প্রতিবেদনে বলা হয়েছে, আগের বছরের একই সময়ের তুলনায় প্রবাসী আয় বেড়েছে ৬৪ দশমিক ৭ শতাংশ। ২০২৪ সালের মার্চে রেমিট্যান্স এসেছিল ১৯৯ কোটি ডলার। চলতি অর্থবছরের ৯ মাসে রেমিট্যান্স এসেছে ২ হাজার ১৭৭ কোটি ডলার। যা আগের অর্থবছরের একই সময়ের তুলনায় ২৭ দশমিক ৬ শতাংশ বেশি। ২০২৩-২৪ অর্থবছরের প্রথম ৯ মাসে প্রবাসীরা পাঠিয়েছেন ১৭০৭ কোটি ডলার। চলতি ২০২৪-২৫ অর্থবছরের প্রথম মাস জুলাইয়ে রেমিট্যান্স এসেছে ১৯১ কোটি ডলার, আগস্টে ২২২ কোটি ডলার, সেপ্টেম্বরে ২৪০ কোটি, অক্টোবরে ২৩৯ কোটি ডলার, নভেম্বর মাসে ২২০ কোটি ডলার, ডিসেম্বরে ২৬৪ কোটি ডলার ও জানুয়ারিতে ২১৯ কোটি ডলার রেমিট্যান্স পাঠিয়েছেন প্রবাসীরা। এরআগে ২০২০ সালে করোনাকালীন জুলাই মাসে ২ দশমিক ৫৯ বিলিয়ন ডলার রেমিট্যান্স এসেছিল। সেই রেকর্ড ভাঙে ২০২৪ সালের বিজয়ের মাস ডিসেম্বরে। তখন রেমিট্যান্স এসেছিল প্রায় ২৬৪ কোটি ডলার। এবার অতীতের সব রেকর্ড ভেঙে ৩০০ কোটি ডলার ছাড়াল রেমিট্যান্স।