ঢাকা থেকে খুলনায় ফিরেই শিক্ষার্থীদের দেওয়া তালা ভেঙে বাসভবনে অবস্থান নিয়েছেন খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (কুয়েট)-এর ভিসি প্রফেসর ড. মুহাম্মদ মাছুদ। এতে ক্ষুব্ধ শিক্ষার্থীরা গতকাল দুপুরে আবারও সেখানে তালা ঝোলাতে গিয়ে শিক্ষকদের বাধার মুখে ফিরে যান। তবে ক্যাম্পাসে নতুন করে বিক্ষোভ সমাবেশ হয়নি।
শিক্ষার্থীরা জানান, ১৮ ফেব্রুয়ারি কুয়েটে ছাত্রদল ও তাদের সমর্থিত বহিরাগতদের হামলায় সাধারণ শিক্ষার্থীরা জখম হন। এর পরিপ্রেক্ষিতে ক্যাম্পাসে শিক্ষার্থীদের নিরাপত্তা দিতে ব্যর্থ কুয়েট ভিসিকে বর্জন ও ছয় দফা দাবি উত্থাপন করা হয়। ২১ ফেব্রুয়ারি কুয়েটের শিক্ষার্থীরা মিলে ভিসির বাসভবনে তালা ঝুলিয়ে দেন। কিন্তু ২৪ ফেব্রুয়ারি রাত ১১টার দিকে ওই তালা ভেঙে ভিসিসহ আরও কিছু অজ্ঞাত ব্যক্তি সেখানে অবস্থান করছেন। তারা বলেন, আমরা বর্তমান ভিসিকে বর্জন ও নতুন ভিসি নিয়োগের দাবি জানিয়েছি। নতুন ভিসি নিয়োগ না হওয়া পর্যন্ত এ বাসভবন খালি থাকবে।
এদিকে কুয়েটে সংঘর্ষের ঘটনা তদন্তে গঠিত কমিটিকে আরও সাত দিন সময় দেওয়া হয়েছে। তদন্ত কমিটির সভাপতি, কুয়েটের কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের প্রফেসর ড. এম এম এ হাসেমের আবেদনের পরিপ্রেক্ষিতে এ সময় বৃদ্ধি করা হয়। তিনি বলেন, কুয়েটের প্রশাসনিক, একাডেমিক ভবনসহ বিভিন্ন কক্ষ তালাবদ্ধ থাকায় তদন্ত কার্যক্রম ব্যাহত হয়েছে। এ কারণে সময় বৃদ্ধির আবেদন জানানো হয়। এর আগে ১৯ ফেব্রুয়ারি বিশ্ববিদ্যালয়ের ৯৮তম (জরুরি) সিন্ডিকেট সভায় এ কমিটি গঠন করে তাদের তিন দিনের মধ্যে প্রতিবেদন দিতে বলা হয়। ২৪ ফেব্রুয়ারি ছিল প্রতিবেদন দাখিলের শেষ দিন। ওই দিন সময় বৃদ্ধির আবেদন করা হলে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ তা গ্রহণ করেন।
অনির্দিষ্টকালের জন্য বন্ধ কুয়েট, হল ছাড়ার নির্দেশ : নিরাপত্তার স্বার্থে কুয়েটের সব একাডেমিক কার্যক্রম অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করা হয়েছে। আজ সকাল ১০টার মধ্যে সব শিক্ষার্থীকে হল ছাড়ার নির্দেশ দেওয়া হয়েছে। গতকাল সিন্ডিকেটের ৯৯তম জরুরি সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়। সন্ধ্যায় গণমাধ্যমে পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছেন কুয়েটের জনসংযোগ, তথ্য ও প্রকাশনা ডিভিশনের পাবলিক রিলেশনস অফিসার শাহেদুজ্জামান শেখ।