ব্রাজিলে দাবানলে মোট ৩০.৮ মিলিয়ন হেক্টরের বেশি এলাকা পুড়ে গেছে যা ইতালির মোট আয়তনের চেয়েও বেশি। গতকাল এক পর্যবেক্ষণ সংস্থার বরাত দিয়ে রিও ডি জেনেইরো থেকে এএফপি এ খবর জানায়। পর্যবেক্ষণ প্ল্যাটফরম ম্যাপবায়োমাস জানিয়েছে, ২০২৪ সালে ব্রাজিলে প্রায় ৩০ দশমিক ৮ মিলিয়ন হেক্টর গাছপালা পুড়ে গেছে, যা ২০২৩ সালের তুলনায় ৭৯ শতাংশ বেশি।
দক্ষিণ আমেরিকায় এ বছর ৩ লাখ ৪৬ হাজারেরও বেশি অগ্নিকান্ডের স্থান রেকর্ড করা হয়েছে, যা ২০০৭ সালের রেকর্ডকে ছাড়িয়ে গেছে। ব্রাজিল ও বলিভিয়া হাজার হাজার অগ্নিনির্বাপক কর্মী মোতায়েন করেছে, চরম আবহাওয়ার বিরুদ্ধে লড়াই করছে। আগুনের ধোঁয়া আকাশকে অন্ধকার করে দিচ্ছে, সাও পাওলো এবং লা পাজের মতো শহরগুলোতে বাতাসের মান খারাপ করছে।