গ্রিনল্যান্ডকে যুক্তরাষ্ট্রের সঙ্গে সংযুক্ত করতে চান প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তবে ডেনমার্ক বলল, এভাবে কোনো দেশকে সংযুক্ত করা যায় না। প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এবং তাঁর প্রশাসনের পক্ষ থেকে গ্রিনল্যান্ডকে যুক্তরাষ্ট্রের অধীনে আনার জন্য বারবার চাপ সৃষ্টি করা হচ্ছে। ডেনমার্কের প্রধানমন্ত্রী ম্যাটে ফ্রেডরিকসেন কঠোরভাবে তার মোকাবিলা করছেন বলে জানিয়েছেন। বৃহস্পতিবার গ্রিনল্যান্ড থেকে ম্যাটে ফ্রেডরিকসেন বলেন, ‘এটা কেবলমাত্র ডেনমার্ক বা গ্রিনল্যান্ডের প্রশ্ন নয়। বহু প্রজন্ম ধরে আমরা আটলান্টিকের সংলগ্ন এলাকায় যে অঞ্চল গড়ে তুলেছি, এটা তার শৃঙ্খলার প্রশ্ন।’ গ্রিনল্যান্ডের নবাগত এবং বিদায়ি প্রধানমন্ত্রীদের উপস্থিতিতে এক সংবাদ সম্মেলনে যুক্তরাষ্ট্র প্রসঙ্গে সরাসরি ইংরেজিতে বক্তব্য শুরু করেন ম্যাটে ফ্রেডরিকসেন। তিনি বলেন, ‘কোনো দেশকে এভাবে নিজের দেশের সঙ্গে যুক্ত করে নেওয়া যায় না। এমনকি, সুরক্ষার দোহাই দিয়েও নয়।’ গ্রিনল্যান্ড ডেনমার্কের অংশ হলেও অভ্যন্তরীণ বিষয়ে তারা স্বয়ংশাসিত। -ডয়চে ভেলে যদিও ডেনমার্ক তাদের প্রতিরক্ষা ও পররাষ্ট্র বিষয়গুলো দেখে। রাশিয়া এবং চীনকে মোকাবিলা করার জন্য ট্রাম্প গ্রিনল্যান্ডের ওপর যুক্তরাষ্ট্রের ক্ষমতা বাড়াতে চান। বিশেষজ্ঞদের মতে, একই সঙ্গে তিনি ওই দেশের প্রাকৃতিক সম্পদের ওপরও দখল চান। গ্রিনল্যান্ডের প্রধানমন্ত্রী বলেন, বাইরে থেকে আসা এই চাপের মুহূর্তে ডেনমার্ক এবং গ্রিনল্যান্ডকে ঐক্যবদ্ধ থাকতে হবে। আর্কটিক যান, দূরপাল্লার ড্রোন এবং স্যাটেলাইটসহ একাধিক প্রতিরক্ষা সংক্রান্ত বিষয় নিয়ে ডেনমার্কের অবস্থান স্পষ্ট করেন প্রধানমন্ত্রী। ডেনমার্ক ন্যাটোর অন্তর্ভুক্ত। আর্কটিকের সুরক্ষা বাড়ানোর কাজে তিনি যুক্তরাষ্ট্রকেও আহ্বান করেন। যুক্তরাষ্ট্রের ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্সের বিতর্কিত গ্রিনল্যান্ড সফরের কিছুদিনের মধ্যেই ডেনমার্কের প্রধানমন্ত্রী ওই দ্বীপে গেলেন। গত সপ্তাহে শুক্রবার কয়েক ঘণ্টার জন্য জেডি ভ্যান্স গ্রিনল্যান্ডে একটি মার্কিন সামরিক বেস ক্যাম্পে আসেন। তিনি অভিযোগ করেন, দ্বীপটিকে সুরক্ষিত রাখতে যথেষ্ট তৎপর নয় ডেনমার্ক। আমেরিকা গ্রিনল্যান্ডের সুরক্ষা নিশ্চিত করবে বলেও জানান তিনি। সেই সময় ডেনমার্কের প্রধানমন্ত্রী বলেছিলেন ভ্যান্সের এ মন্তব্য ‘অন্যায্য’।
শিরোনাম
- মাথাব্যথার কারণ ও প্রতিকার
- ৫.৬ মাত্রার ভূমিকম্পে আবার কেঁপে উঠলো মিয়ানমার
- রোনালদোর জোড়া গোল, আল-হিলালকে হারালো আল-নাসর
- হাঁটুর চোটে ১৪ সপ্তাহ মাঠের বাইরে স্টোন
- পাপুয়া নিউ গিনিতে শক্তিশালী ভূমিকম্প, সুনামি সতর্কতা
- ২২ বছর পর বাংলা সিনেমায় ফিরছেন রাখী
- ছুরিকাঘাতে ব্যবসায়ী নিহত, অভিযুক্তকে পিটিয়ে হত্যা
- নেপালে ৫.২ মাত্রার ভূমিকম্প
- আইপিএলের প্রথমবার দেখা গেল এমন কিছু
- কুমিল্লায় মসজিদ কমিটির সেক্রেটারিকে হত্যার ঘটনায় গ্রেফতার ২
- বরগুনা সদর উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান মনির গ্রেফতার
- সেচ পাম্পে গোসল করতে যাওয়ায় কিশোরকে পিটিয়ে হত্যা
- আওয়ামী লীগের টাকার লোভে না পড়তে দলীয় নেতাদের হুঁশিয়ারি শামা ওবায়েদের
- ফ্যাসিবাদ পুনর্বাসনের প্রচেষ্টা কোনোভাবেই মেনে নেওয়া হবে না : গোলাম পরওয়ার
- কালশী ফ্লাইওভারে গাড়ির সঙ্গে মোটরসাইকেলের সংঘর্ষ, দুই যুবক নিহত
- মিয়ানমারে বাংলাদেশ সশস্ত্র বাহিনীর নেতৃত্বে উদ্ধার ও চিকিৎসা কার্যক্রম অব্যাহত
- দেশে ফিরেছেন প্রধান উপদেষ্টা
- হাসিনার এক মন্তব্যে সংকটে মাদারগঞ্জের সমবায় সমিতি
- এখনো ফাঁকা বন্দরনগরী
- ৫ মিলিয়ন ডলারের ‘গোল্ড কার্ড’ ভিসা উন্মোচন করলেন ট্রাম্প
যুক্তরাষ্ট্রকে ডেনমার্ক
গ্রিনল্যান্ডকে সংযুক্ত করা যায় না
প্রিন্ট ভার্সন

এই বিভাগের আরও খবর