মেহেরপুরের মুজিবনগর উপজেলার বল্লভপুর সড়কের পাশ থেকে অজ্ঞাত এক নারীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
আজ সোমবার সকালে স্থানীয়দের খবরের ভিত্তিতে পুলিশ ঘটনাস্থল থেকে মরদেহটি উদ্ধার করে।
মুজিবনগর থানার ওসি মিজানুর রহমান জানান, মরদেহটি আনুমানিক ৫০ বছর বয়সী এক নারীর। স্থানীয়রা প্রথমে মরদেহটি দেখতে পেয়ে থানায় খবর দিলে পুলিশ এসে মরদেহটি উদ্ধার করে।
তিনি আরও জানান, লাশ মেহেরপুর জেলা হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। নিহতের পরিচয় এখনও নিশ্চিত করা যায়নি। ঘটনাটি খতিয়ে দেখতে তদন্ত চলছে।
বিডি-প্রতিদিন/আব্দুল্লাহ