মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রশাসন শুক্রবার মার্কিন আন্তর্জাতিক উন্নয়ন সংস্থা ইউএসএআইডি কার্যকরভাবে বন্ধের পরিকল্পনা ঘোষণা করেছে। এ ঘোষণার ফলে বিদেশি সাহায্য ব্যয় নাটকীয়ভাবে হ্রাস করা ব্যাপকভাবে সমালোচিত হচ্ছে। মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও বিবৃতিতে বলেছেন, শুক্রবার পররাষ্ট্র দপ্তর এবং ইউএসএআইডি কংগ্রেসকে তাদের পুনর্গঠনের অভিপ্রায় সম্পর্কে অবহিত করেছে। যার মধ্যে ১ জুলাই, ২০২৫-এর মধ্যে ইউএসএআইডির কিছু পুনর্গঠন করা হবে বলে তিনি জানান। তিনি বলেন, পররাষ্ট্র দপ্তর প্রশাসনের অগ্রাধিকারের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ নয় এমন ইউএসএআইডির অবশিষ্ট কার্যক্রম বন্ধের পরিকল্পনা করছে। দুর্ভাগ্যবশত, ইউএসএআইডি অনেক আগেই তার মূল লক্ষ্য থেকে সরে গেছে। ফলস্বরূপ, লাভ খুব কম ছিল এবং খরচও খুব বেশি ছিল। জানুয়ারিতে ক্ষমতা গ্রহণের পর রিপাবলিকান প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ৯০ দিনের জন্য মার্কিন বৈদেশিক সাহায্য বন্ধ করে একটি নির্বাহী আদেশে সই করেন। এরপর বিভিন্ন ইউএসএআইডি কর্মসূচিতে নাটকীয় কাটছাঁট করা হয়। তবে গুরুত্বপূর্ণ মানবিক সহায়তার জন্য কিছু ছাড় দেওয়া হয়। সাহায্য বন্ধের এ সিদ্ধান্ত ১৯৬১ সালে মার্কিন কংগ্রেসের একটি আইনের মাধ্যমে তৈরি স্বাধীন সংস্থাটিতে হতবাক ও হতাশার সৃষ্টি করেছে। সিনেটের বৈদেশিক সম্পর্কবিষয়ক কমিটির ডেমোক্র্যাটরা এ পদক্ষেপের নিন্দা জানিয়ে বিবৃতিতে বলেছেন, পুনর্গঠনের ফলে ‘কেবল ইউএসএআইডি’র যে কোনো বহাল থাকা কর্মসূচি বাস্তবায়ন অসম্ভব হয়ে পড়বে না, বরং পররাষ্ট্র দপ্তরের ওপর চাপিয়ে দেওয়া হবে। তারা আরও বলেন, এ প্রস্তাবটি অবৈধ, বিপজ্জনক এবং অগ্রহণযোগ্য। বন্ধ হওয়ার আগে সংস্থাটি প্রায় ৪৩ বিলিয়ন ডলারের বার্ষিক বাজেট পরিচালনা করত; যা বিশ্বের মানবিক সহায়তার ৪০ শতাংশের বেশি। ট্রাম্প ক্ষমতা গ্রহণের পরপরই এর বেশির ভাগ কর্মীকে ছুটিতে পাঠানো হয়েছিল। একাধিক মার্কিন সংবাদমাধ্যমের মতে শুক্রবার এক স্মারকলিপিতে ইউএসএআইডি কর্মীদের আইন অনুসারে বাধ্যতামূলক নয়, এমন সমস্ত চাকরি বাদ দেওয়ার পরিকল্পনা সম্পর্কে অবহিত করা হয়েছে। স্মারকলিপিতে স্বাধীন সংস্থার ভারপ্রাপ্ত প্রধান জেরেমি লুইন বলেছেন, পররাষ্ট্র দপ্তর আগামী মাসগুলোয় ইউএসএআইডির বেশির ভাগ স্বাধীন কার্যক্রম বন্ধ করার পরিকল্পনা করেছে। নিউইয়র্ক পোস্ট ও আলজাজিরা
শিরোনাম
- মুক্তাগাছায় মোটরসাইকেল দুর্ঘটনায় নিহত ১
- মেক্সিকোতে প্রথম এইচ৫এন১ বার্ড ফ্লু রোগী শনাক্ত
- ধর্ষণের শিকার জমজ দুই বোনকে আইনি সহায়তা প্রদানের দায়িত্ব নিলেন তারেক রহমান
- ৩২৯টি উপজেলায় হচ্ছে টেকনিক্যাল স্কুল অ্যান্ড কলেজ
- ঈদের পঞ্চম দিনেও ‘দাগি’-‘জংলি’র দাপট অব্যাহত, আয় কত?
- আগৈলঝাড়ায় বসুন্ধরা শুভসংঘের মাসব্যাপী মাদকবিরোধী প্রচারণা শুরু
- বিএনপি নেতার বহিষ্কারের প্রতিবাদে বিক্ষোভ
- মেঘনা-তিতাসে অষ্টমী গঙ্গাস্নানে উপচেপড়া ভিড়
- কসবায় যুবককে ডেকে নিয়ে হত্যার অভিযোগ
- সিলেটে টাকা ধার না দেওয়ায় যুবক খুন
- চট্টগ্রামে জেলেদের জালে মিলল বৃদ্ধার লাশ
- মুন্সিগঞ্জে ধলেশ্বরী নদীর তীরে অষ্টমী স্নান উৎসব পালিত
- লাশের গন্ধে ভারী মিয়ানমারের সাগাইংয়ের বাতাস
- এই মেয়েরাই সামনের দিনেও আমাদের পথ দেখাবে (ভিডিও)
- ফিলিস্তিনি জনগণের প্রতি পাকিস্তান সেনা কমান্ডারদের অকুণ্ঠ সমর্থন
- থানা থেকে পালিয়েও শেষ রক্ষা হলো না তরুণের
- পদ্মা নদীতে বেড়াতে গিয়ে স্বামী-স্ত্রীর মৃত্যু
- অতিরিক্ত গরম ও হিটস্ট্রোক
- সাত দিনের মধ্যে যুক্তরাষ্ট্র ছাড়ার নির্দেশ, আতঙ্কে ইউক্রেনীয়রা
- বাংলাদেশকে বন্ধু রাষ্ট্র ভেবে ভারতকে সামনে এগোতে হবে : এ্যানি
ইউএসএআইডি বন্ধের আনুষ্ঠানিক ঘোষণা
প্রিন্ট ভার্সন

টপিক
এই বিভাগের আরও খবর