রাজধানীর গুলশানে মানি এক্সচেঞ্জ ব্যবসায়ীসহ দুজনকে কুপিয়ে কোটি টাকা ছিনিয়ে নেওয়া হয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় আহত দুজন হলেন- সিটি মানি এক্সচেঞ্জের মালিক আবদুল কাদের শিকদার (৩৫) ও তার শ্যালক আমির হামজা (২৫)। তাদের স্বজনরা জানিয়েছেন, মঙ্গলবার রাত ৯টায় মোটরসাইকেলে করে যাওয়ার পথে গুলশান-২ নম্বরের ডিএনসিসি মার্কেটের কাছে দুজনকে কুপিয়ে বিপুল পরিমাণ ইউএস ডলার, ইউরো ও নগদ টাকাসহ প্রায় ১ কোটি টাকা ছিনিয়ে নেয় দুর্বৃত্তরা।
গতকাল ঢামেকে কাদের শিকদারের ছোট ভাই মিন্টু শিকদার বলেন, গুলশান-২ নম্বরে তাদের মানি এক্সচেঞ্জ প্রতিষ্ঠান রয়েছে। রাত ৯টায় কাদের শিকদার তার শ্যালক আমির হামজাকে নিয়ে গুলশান-১ এর বাসায় যাচ্ছিলেন। ডিএনসিসি মার্কেটের সামনে ১৫-২০ জন তাদের মোটরসাইকেলের গতিরোধ করে। পরে রড, ইট ও ধারালো অস্ত্র দিয়ে আঘাত করে নগদ প্রায় ১ কোটি টাকা ছিনিয়ে নিয়ে যায়। ছিনতাইকারীরা ২৫ হাজার ডলার, ২০ হাজার ইউরো এবং ৮০ লাখ টাকা ছিনিয়ে নিয়ে পালিয়ে যায়। বিদেশি মুদ্রাসহ প্রায় দেড় কোটি টাকা ছিনতাই করে নিয়ে যায় তারা। আহত অবস্থায় তাদের উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নেওয়া হয়। ঢামেক পুলিশ ফাঁড়ির ইনচার্জ মোহাম্মদ ফারুক জানান, বিষয়টি সংশ্লিষ্ট থানাকে জানানো হয়েছে। গুলশান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহমুদুর রহমান বলেন, ভুক্তভোগীরা অসুস্থ থাকার কারণে এখনো তাদের সঙ্গে কথা বলা সম্ভব হয়নি। তাদের সঙ্গে কথা বলার পর কী ঘটেছিল, সেটি জানা সম্ভব হবে।