বিড়ালছানার শীত লাগে না
মা তুমি আজ বলো?
শীতে কেমন কষ্ট পাচ্ছে
দেখবে তুমি চলো!
খুকি মায়ের হাত ধরে আজ
বাইরে নিলো ডেকে,
বিড়ালছানা কেমন আছে
যাও তুমি মা দেখে?
ছোট্ট একটা বিড়ালছানা
এসেছে পথ ভুলে!
খুকি তাকে আদর করে
কোলে নিলো তুলে।
বিড়ালছানার শীত লাগে না
মা তুমি আজ বলো?
শীতে কেমন কষ্ট পাচ্ছে
দেখবে তুমি চলো!
খুকি মায়ের হাত ধরে আজ
বাইরে নিলো ডেকে,
বিড়ালছানা কেমন আছে
যাও তুমি মা দেখে?
ছোট্ট একটা বিড়ালছানা
এসেছে পথ ভুলে!
খুকি তাকে আদর করে
কোলে নিলো তুলে।