হবিগঞ্জের বাহুবলে জলমহাল নিয়ে বিরোধের জেরে দুই দফা সংঘর্ষের ঘটনা ঘটেছে। গতকাল সকাল ৬টা থেকে ৯টা পর্যন্ত উপজেলার স্নানঘাট বাজারে দ্বিতীয় দফায় সংঘর্ষের ঘটনা ঘটে। এর আগে শনিবার রাত ৮টায় প্রথম দফা সংঘর্ষ হয়। এতে উভয় পক্ষের অন্তত অর্ধশতাধিক আহত হয়। আহতদের উদ্ধার করে বাহুবল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও জেলা সদর আধুনিক হাসপাতালে ভর্তি করা হয়েছে।
পুলিশ জানায়, স্নানঘাট গ্রামের নায়ের আলীর কাছ থেকে একটি জলমহাল ইজারা নেন একই গ্রামের আইয়ুব আলী। ইজারাগ্রহীতার দাবি, তিনি তিন বছরের জন্য জলমহালটি নিয়েছেন; আর ইজারাদাতা বলছেন এক বছরের জন্য। এরই জের ধরে শনিবার রাত ৮টায় উভয় পক্ষ বাগ্বিতণ্ডার একপর্যায়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে। এ সময় ঘণ্টাব্যাপী চলা সংঘর্ষে আহত হয় বেশ কয়েকজন। এর মধ্যে জাবেদ আলী নামে একজনকে আশঙ্কাজনক অবস্থায় সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
এ ঘটনার জের ধরে গতকাল সকাল ৬টায় ফের দুই পক্ষ দেশি অস্ত্রশস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে। সকাল ৯টা পর্যন্ত চলে এ সংঘর্ষ। এ সময় প্রায় অর্ধশতাধিক লোক আহত হয়। খবর পেয়ে পুলিশ ও সেনা সদস্যরা ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণ করেন।
এ বিষয়ে বাহুবল মডেল থানার (ওসি) মো. জাহিদুর রহমান জানান, একটি পুকুর ইজারার সময়কাল নিয়ে দুই পক্ষ সংঘর্ষে জড়িয়েছে। বর্তমানে পরিস্থিতি শান্ত।