জানালার ওই পাশে
সবুজ মাঠের ঘাসে
ফুল-পাখিরা মনের সুখে
খলখলিয়ে হাসে।
প্রজাপতিগুলো
রঙিলা তুলতুলো
ভোরের আলোয় পাখির গানে
ফোটে সকল ফুলও।
সবাই ছুটে আসে
বসে আশপাশে
সুয়াইব নূর অনেক ভালো
সবাই ভালোবাসে।
জানালার ওই পাশে
সবুজ মাঠের ঘাসে
ফুল-পাখিরা মনের সুখে
খলখলিয়ে হাসে।
প্রজাপতিগুলো
রঙিলা তুলতুলো
ভোরের আলোয় পাখির গানে
ফোটে সকল ফুলও।
সবাই ছুটে আসে
বসে আশপাশে
সুয়াইব নূর অনেক ভালো
সবাই ভালোবাসে।