সাভারের আশুলিয়ার নবীনগর-চন্দ্রা মহাসড়কে গতকাল রাতে হানিফ পরিবহনের একটি যাত্রীবাহী বাসে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে কোনো হতাহতের খবর পাওয়া না গেলেও পুড়ে গেছে যাত্রীদের ব্যাগ ও বিভিন্ন জিনিসপত্র। কাশিমপুর থানার ওসি মনিরুজ্জামান বলেন, বাসের জ্বালানি তেলের ট্যাংকের কাছাকাছি শর্টসার্কিট হয়ে আগুন লেগে যায়। চালক কৌশলে বাস সাইড করায় কোনো হতাহতের ঘটনা ঘটেনি।