দিনাজপুরে বিয়ের প্রলোভন দেখিয়ে ধর্ষণের অভিযোগে এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। তার নাম রাসেদুল ইসলাম রাসেল। গতকাল ঘোড়াঘাট এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয় বলে জানিয়েছেন এসআই আহনাফ তাহমিদ। এর আগে নারী ও শিশু নির্যাতন দমন আইনে ওই যুবকের বিরুদ্ধে মামলা করেন ধর্ষণের শিকার ওই নারী। এতে তিনি উল্লেখ করেন, ১ এপ্রিল রাতে মিশন রোডে ধর্ষণের শিকার হন ওই নারী।