কুপ্রস্তাবে রাজি না হওয়ায় বগুড়ার শেরপুরের জামনগর গ্রামে এক বিধবার বসতবাড়িতে দফায় দফায় হামলা চালানোর অভিযোগ পাওয়া গেছে। এ সময় ওই বিধবা ও তাঁর ছেলেকে পেটানো হয়। হামলাকারীরা বাড়ির আসবাবপত্র ভাঙচুর চালিয়ে টাকাসহ স্বর্ণালংকার নিয়ে যায়। আহতদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। গতকাল ভুক্তভোগী ওই নারী বাদী হয়ে শেরপুর থানায় মামলা করেছেন।