কিশোরগঞ্জ উপজেলার কাচারিবাজার থেকে কালুরঘাট নতুন বাজার পর্যন্ত আড়াই কিলোমিটার রাস্তার অধিকাংশ জায়গায় পিচ, পাথর ও খোয়া উঠে মাটি বের হয়েছে। সংস্কারের অভাবে রাস্তায় তৈরি হয়েছে বড় বড় গর্ত। এতে ঝুঁকি নিয়ে চলাচল করছেন পথচারীরা। প্রায়ই ঘটছে দুর্ঘটনা। দুর্ভোগ পোহাচ্ছেন ওই এলাকার সাধারণ মানুষ। দীর্ঘদিন ধরে খানাখন্দ থাকলেও রাস্তাটি সংস্কারে নেই কোনো উদ্যোগ। সরেজমিন দেখা যায়, উপজেলার নিতাই কাচারিবাজার থেকে কালুরঘাট নতুন বাজার পর্যন্ত আড়াই কিলোমিটার রাস্তা একেবারেই চলাচলের অনুপযোগী হয়ে পড়েছে। ধুলাবালির আস্তরণে ঢাকা পড়ছে রাস্তার আশপাশের বাড়িগুলো। স্থানীয় ইয়ামিন কবির বলেন, দশ মিনিটের পথ পাড়ি দিতে হচ্ছে আধা ঘণ্টারও বেশি সময়ে। বিড়ম্বনার শিকার হতে হচ্ছে শিক্ষার্থী ও রোগীদের। অথচ দেখে বোঝার উপায় নেই, একসময় পিচঢাকা ছিল এ রাস্তা।
কিশোরগঞ্জ উপজেলা নির্বাহী প্রকৌশলী মাহমুদুল হাসান বলেন, কাচারিহাট থেকে কালুরঘাট ব্রিজ পর্যন্ত আড়াই কিলোমিটার রাস্তার সংস্কার কাজের অনুমোদন পেয়েছি। দ্রুত কাজ শুরু হবে।