ফটিকছড়ির ধর্মপুরে শিশু ধর্ষণের অভিযোগে জামাল (৪৫) এবং ইউসুফ (৬০) নামে দুজনকে গণপিটুনি ও জুতার মালা পরিয়ে পুলিশে দিয়েছেন স্থানীয়রা। ধর্মপুর ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডে শনিবার এ ঘটনা ঘটে। ফটিকছড়ি থানার এসআই মাহবুব সরোয়ার বলেন, অভিযুক্ত দুজনকে থানায় নিয়ে আসা হয়েছে। তদন্তের ভিত্তিতে তাদের বিরুদ্ধে মামলা হবে। ফটিকছড়ির ওসি নুর আহমেদ বলেন, ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। তদন্তে করে নেওয়া হবে আইনি ব্যবস্থা। স্থানীয় বাসিন্দারা জানান, শিশুকে ধর্ষণের সময় দেখে ফেলেন স্থানীয়রা। তারা হাতেনাতে ধরে পিটুনি দিয়ে গলায় জুতার মালা পরিয়ে দেন। রাতে তাদের তুলে দেওয়া হয় পুলিশের হাতে।