নেত্রকোনা, কিশোরগঞ্জ ও গাজীপুরের টঙ্গীতে পৃথক ঘটনায় হামলা সংঘর্ষ ও অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। গত তিন দিনের এসব ঘটনায় আহত হয়েছেন ৮৫ জন। এর মধ্যে নেত্রকোনা ৫০, কিশোরগঞ্জে ২৫ এবং টঙ্গীতে আহত হয়েছেন ১০ জন। প্রতিনিধিদের পাঠানো খবর- নেত্রকোনা : জেলার কেন্দুয়া ও খালিয়াজুরী উপজেলায় প্রতিনিধি ঈদের ছুটিতে মাইকিং করে হামলা-সংঘর্ষ লুটপাট, অগ্নিসংযোগের ঘটনা ঘটছে। এতে প্রায় অর্ধশত লোক আহত হয়েছেন। পূর্ব শত্রুতার জেরে কেন্দুয়ায় দুই গ্রামবাসীর সংঘর্ষের উভয় পক্ষের কমপক্ষে ৩০ জন আহত হন। সংঘর্ষের ধারাবাহিকতায় গ্রামের ছয়টি ঘর পুড়িয়ে দিয়ে গরুসহ অন্যান্য মালামাল লুট করা হয়েছে। বুধবার সকাল থেকে বলাইশিমুল ও ছবিলা গ্রামের মধ্যে এই সংঘর্ষের ঘটনা ঘটে। অন্যদিকে খালিয়াজুরীতে গ্রামীণ সড়কে মাটি কাটা কেন্দ্র করে পাঁচহাট গ্রামের সোসা মিয়া ও শরীফ গ্রুপের মধ্যে সংঘর্ষ বাধে। এতে ২০ জন আহত হয়েছে। পুলিশ ও স্থানীয় প্রশাসন মাইকিং করে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। জেলা প্রশাসক বনানী বিশ্বাস জানান, পরিস্থিতি নিয়ন্ত্রণে নিতে সেনাবাহিনী নামানো হয়েছে। জড়িতদের কঠোরভাবে দমন করা হবে। কিশোরগঞ্জ : বাজিতপুরের মথুরাপুর এলাকার এক রিকশাচালককে গত শুক্রবার চরথাপ্পড় দেন কৈলাগ এলাকার এক ব্যবসায়ী। এ নিয়ে দুই এলাকার লোকজনের মধ্যে কথা কাটাকাটি এবং একপর্যায়ে ব্যবসায়ীর বাড়িতে হামলা হয়। এর পরিপ্রেক্ষিতে পরদিন ব্যবসায়ীর পক্ষ হয়ে কৈলাগ গ্রামের শত শত লোক মথুরাপুরসহ আশপাশের লোকজনের দোকানপাটে হামলা চালায়। এর জেরে মথুরাপুরের পক্ষ হয়ে দড়িঘাগটিয়া ও আশপাশের কয়েকটি এলাকার লোকজন কৈলাগের লোকজনের সঙ্গে সংঘর্ষে জড়ায়। সংঘর্ষ চলাকালে কয়েকটি দোকানপাট ভাঙচুর ও লুটপাট করা হয়। এতে আহত হয় ১৫ জন। পুলিশ ও সেনাবাহিনী পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এদিকে ইটনায় দুই পক্ষের সংঘর্ষে আহত হয়েছেন ১০ জন। পূর্ব শত্রুতার জেরে গত মঙ্গলবার সকালে সংঘর্ষের ঘটনাটি ঘটে। ইটনা থানার ওসি মনোয়ার হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, অভিযোগের ভিত্তিতে আইনি ব্যবস্থা নেওয়া হবে। টঙ্গী : গাজীপুরের টঙ্গীর এরশাদনগরে গত সোমবার রাতে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে বিএনপি সমর্থিত দুই গ্রুপের সংঘর্ষ, দফায় দফায় হামলা ভাঙচুরের ঘটনায় ১০ জন আহত হয়েছেন। পুলিশ ও সেনাবাহিনী পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এ ঘটনায় টঙ্গী পূর্ব থানায় অভিযোগ দায়ের করা হয়েছে। টঙ্গী পূর্ব থানার ওসি ফরিদুল ইসলাম বলেন, অভিযোগ তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
শিরোনাম
- ইউনূস-মোদি বৈঠক বাংলাদেশের জন্য ইতিবাচক : গোলাম পরওয়ার
- গণহত্যার দায়ে আওয়ামী লীগকে বিচারের আওতায় আনা হোক : সালাউদ্দিন আহমেদ
- মার্কিন শুল্কারোপ নিয়ে আতঙ্কিত হওয়ার কিছু নেই : খলিলুর রহমান
- পাঞ্জাবকে বড় ব্যবধানে হারালো রাজস্থান
- চেন্নাইকে হারিয়ে পয়েন্ট টেবিলের শীর্ষে দিল্লি
- মিডিয়া সংস্কারে কার স্বার্থে একচোখা সুপারিশ
- গাজীপুরে ট্রাকের ধাক্কায় দুই মোটরসাইকেল আরোহী নিহত
- শাহবাগে ফুলের দোকানের আগুন নিয়ন্ত্রণে
- শাহবাগে ফুলের দোকানে আগুন
- রাশিয়া-ইউক্রেন যুদ্ধে নিহত ইয়াসিনের পরিবারের পাশে তারেক রহমান
- শুল্ক ইস্যুতে মার্কিন প্রশাসনের সঙ্গে আলোচনা করবেন প্রধান উপদেষ্টা
- ইসরায়েলের বিরুদ্ধে মুসলিমদের জিহাদের আহ্বান জানিয়ে ফতোয়া জারি
- যথাসময়ে আমরা নির্বাচন আদায় করে নেব : ইশরাক
- শরীরে একাধিক কোপ, ডোবা থেকে অজ্ঞাত যুবকের লাশ উদ্ধার
- অক্টোবরেই অচল ২৪ কোটি কম্পিউটার, বিকল্প কী?
- যৌন হেনস্তার অভিযোগে ‘স্কুইড গেম’ তারকার সাজা
- বিমসটেক শীর্ষ সম্মেলনে যেসব সিদ্ধান্ত গৃহীত
- মুক্তাগাছায় মোটরসাইকেল দুর্ঘটনায় নিহত ১
- মেক্সিকোতে প্রথম এইচ৫এন১ বার্ড ফ্লু রোগী শনাক্ত
- ধর্ষণের শিকার জমজ দুই বোনকে আইনি সহায়তা প্রদানের দায়িত্ব নিলেন তারেক রহমান
তিন জেলায় হামলা সংঘর্ষ আগুন, আহত ৮৫
প্রতিদিন ডেস্ক
প্রিন্ট ভার্সন

এই বিভাগের আরও খবর