মেহেরপুরের মাঠের পর মাঠ ফসলের জমিতে সেচ দেওয়া হচ্ছে সোলার পাম্পে। লাগছে না বিদ্যুৎ ও জ্বালানি তেল, ডিজেল। এতে যেমন বিদ্যুৎ-জালানি সাশ্রয় হচ্ছে তেমনি কৃষক আর্থিকভাবে লাভবান হচ্ছেন। পুরো জেলার আবাদি জমির সেচ সোলার পাম্পের আওতায় আনলে ঘটবে কৃষিবিপ্লব। সোলার পাম্প প্রকল্পে সহায়তা করেছে বাংলাদেশ কৃষি উন্নয়ন করপোরেশন-বিএডিসি। মেহেরপুর বিএডিসির তথ্য অনুযায়ী জেলায় ২০ হর্স পাওয়ারের ৩০টি ও সাড়ে সাত হর্স পাওয়ারের ২১টি সোলার সেচপাম্প চালু রয়েছে। এ ছাড়া নদ-নদী কেন্দ্রিক সেচ পাম্প ৩৫টি ও ভূগর্ভস্থ সোলার সেচ পাম্প রয়েছে ৪৩টি। নদ-নদী কেন্দ্রিক সেচপাম্প থেকে প্রতিদিন ৩০ বিঘা জমি এবং ভূগর্ভস্থ মিনি সেচ পাম্প থেকে দিনে ৪০ বিঘায় সেচ পাচ্ছে। ২০ হর্স পাওয়ার সোলার সেচপাম্প নির্মাণে খরচ প্রায় ৬০ লাখ আর সাড়ে সাত হর্স পাওয়ারে খরচ পড়েছে ৪৫ লাখ টাকা। প্রকল্পের অনুকূলে ৩ হাজার একর জমি সেচের আওতায় নেওয়া আছে। এতে প্রতিদিন প্রায় ৩ হাজার ইউনিট বিদ্যুৎ সাশ্রয় হচ্ছে। কৃষক ফয়সাল আহমেদ জানান, প্রতিবার সেচ দিতে বিঘাপ্রতি চার-পাঁচ লিটার ডিজেল কিনতে হতো। পাঁচ লিটার ডিজেলের বাজারমূল্য ৫২৫ টাকা। সোলার পাম্পে মাত্র ৩০০ টাকায় এক বিঘা জমিতে সেচ দিতে পারছেন। কবির মিয়া বলেন, এখন চাষিদের বিদ্যুতের অপেক্ষায় থাকতে হয় না। কিংবা ছুটতে হয় না ডিজেলচালিত পাম্প মালিকদের কাছে। স্বল্প খরচে সব ধরনের ফসলে সেচ সুবিধা পাওয়া যাচ্ছে। প্রতিটি সোলার সিস্টেমে সৌরশক্তি ব্যবহারের মাধ্যমে বিদ্যুৎ উৎপাদন করে দিনভর মাঠে পানি সরবরাহ করছে। কৃষক ময়েজ উদ্দিন বলেন, আগে ইঞ্জিনচালিত শ্যালো মেশিনের চালককে তেল কিনে বাড়িতে দিয়ে এলে জমিতে পানি দিয়ে দিত। তেল দিতে দেরি হলে সেদিন আর পানি দেওয়া হতো না। সময়মতো পানি না দেওয়ায় ফসলের ক্ষতি হতো। সোলার সেচ পাম্পে ফোন দিলেই পানি দিয়ে দেয়। সময়মতো পানি দেওয়ায় উৎপাদন বেড়েছে। মেহেরপুর বিএডিসির প্রকৌশলী শামীম হায়দার জানান, কৃষি উৎপাদনের চ্যালেঞ্জ মোকাবিলায় নতুন তথ্যপ্রযুক্তির সমন্বিত ব্যবহার করে বিপ্লব ঘটাতে হবে। মান্দাতার আমলের কৃষি উৎপাদন পদ্ধতির বদলে আধুনিক প্রযুক্তি কাজে লাগানো হয়েছে। মেহেরপুর জেলায় সোলার পাম্প গ্রামীণ অর্থনীতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। স্বল্প খরচে কৃষকরা জমিতে সৌরবিদ্যুৎচালিত পাম্পের সেচ সুবিধা পাওয়ায় দিন দিন বাড়ছে এ প্রযুক্তির চাহিদা। বিপ্লবের অপার সম্ভাবনা রয়েছে। পাম্পগুলোতে প্রতিদিন প্রায় ৮ কোটি লিটার পানি তোলা হচ্ছে। পাম্পগুলো কোনো ঝামেলা ছাড়াই টানা ২০ বছর সার্ভিস দেবে জানান সংশ্লিষ্টরা।
শিরোনাম
- ইউনূস-মোদি বৈঠক বাংলাদেশের জন্য ইতিবাচক : গোলাম পরওয়ার
- গণহত্যার দায়ে আওয়ামী লীগকে বিচারের আওতায় আনা হোক : সালাউদ্দিন আহমেদ
- মার্কিন শুল্কারোপ নিয়ে আতঙ্কিত হওয়ার কিছু নেই : খলিলুর রহমান
- পাঞ্জাবকে বড় ব্যবধানে হারালো রাজস্থান
- চেন্নাইকে হারিয়ে পয়েন্ট টেবিলের শীর্ষে দিল্লি
- মিডিয়া সংস্কারে কার স্বার্থে একচোখা সুপারিশ
- গাজীপুরে ট্রাকের ধাক্কায় দুই মোটরসাইকেল আরোহী নিহত
- শাহবাগে ফুলের দোকানের আগুন নিয়ন্ত্রণে
- শাহবাগে ফুলের দোকানে আগুন
- রাশিয়া-ইউক্রেন যুদ্ধে নিহত ইয়াসিনের পরিবারের পাশে তারেক রহমান
- শুল্ক ইস্যুতে মার্কিন প্রশাসনের সঙ্গে আলোচনা করবেন প্রধান উপদেষ্টা
- ইসরায়েলের বিরুদ্ধে মুসলিমদের জিহাদের আহ্বান জানিয়ে ফতোয়া জারি
- যথাসময়ে আমরা নির্বাচন আদায় করে নেব : ইশরাক
- শরীরে একাধিক কোপ, ডোবা থেকে অজ্ঞাত যুবকের লাশ উদ্ধার
- অক্টোবরেই অচল ২৪ কোটি কম্পিউটার, বিকল্প কী?
- যৌন হেনস্তার অভিযোগে ‘স্কুইড গেম’ তারকার সাজা
- বিমসটেক শীর্ষ সম্মেলনে যেসব সিদ্ধান্ত গৃহীত
- মুক্তাগাছায় মোটরসাইকেল দুর্ঘটনায় নিহত ১
- মেক্সিকোতে প্রথম এইচ৫এন১ বার্ড ফ্লু রোগী শনাক্ত
- ধর্ষণের শিকার জমজ দুই বোনকে আইনি সহায়তা প্রদানের দায়িত্ব নিলেন তারেক রহমান