লালমনিরহাটের পাটগ্রাম উপজেলার দহগ্রাম-আঙ্গরপোতা ২০ শয্যার হাসপাতালে মিলছে না চিকিৎসাসেবা। এতে ইউনিয়নের প্রায় ২৫ হাজার মানুষ স্বাস্থ্যসেবা থেকে বঞ্চিত হচ্ছেন। হাসপাতালটিতে আধুনিক যন্ত্রপাতি ও অবকাঠামো থাকলেও এগুলোর কার্যক্রম নেই। এতে এসব যন্ত্রপাতি নষ্ট হতে চলেছে। ১৯৯১ সালে নির্মিত হাসপাতালটি ১৯৯৫-২০০০ সাল পর্যন্ত এশিয়ান ডেভেলপমেন্ট ব্যাংকের অর্থায়নে পরিচালিত হয়। ২০০১ সালে রাজস্ব খাতে আনা হলে শুরু হয় জনদুর্ভোগ। ২০১১ সালের অক্টোবরে হাসপাতালটিতে ইনডোর ও আউটডোর চিকিৎসাসেবা চালু হয়। প্রথম কয়েক মাস ভালোভাবে চললেও বেশিদিন অব্যাহত থাকেনি। বর্তমানে ইনডোর চিকিৎসাসেবা বন্ধ। আউটডোর ও জরুরি চিকিৎসাসেবা চালু থাকলেও তা নামমাত্র। ইউনিয়নের কেউ অসুস্থ হলে প্রায় ২০ কিলোমিটার দূরে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিতে হয়। হাসপাতালের ভিতরে অধিকাংশ দরজায় তালা ঝোলানো। কয়েক বছর ধরে ইনডোর চিকিৎসা বন্ধ থাকায় আধুনিক যন্ত্রপাতি নষ্ট হতে চলেছে। হাসপাতালের কার্যক্রম সচল রাখতে চারজন মেডিকেল অফিসার প্রয়োজন হলেও কর্মরত আছেন মাত্র একজন। চারজন সহকারী নার্স থাকার কথা থাকলেও একজনও নেই। ফার্মাসিস্ট এবং আয়ার একটি করে পদ থাকলেও তা শূন্য রয়েছে। অফিস সহায়ক পদে দুজন থাকার কথা কিন্তু কেউ কর্মরত নেই। স্থানীয় বাসিন্দা রফিকুল ইসলাম বলেন, ‘দহগ্রাম-আঙ্গরপোতা হাসপাতালে কোনো চিকিৎসা দেওয়া হয় না। এখানে ডাক্তার এসে দুই ঘণ্টা থেকে চলে যান।’ আবদুর রাজ্জাক বলেন, ‘হাসপাতালে যে যন্ত্রপাতি আছে সেগুলো চালু থাকলে আমাদের পাটগ্রাম যাওয়া লাগত না। এখানেই চিকিৎসা পাইতাম।’ মেডিকেল অফিসার ডা. নূর আরেফিন প্রধান জানান, হাসপাতালটি প্রত্যন্ত এলাকায়। এর কার্যক্রমের মধ্যে শুধু আউটডোর চালু আছে। জনবলের অভাবে ইনডোর চালু করা যাচ্ছে না। উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. রায়হান আলী বলেন, ‘দহগ্রাম-আঙ্গরপোতা হাসপাতালে একজন চিকিৎসক আছেন। একজনের পক্ষে তো ইনডোর চালু রাখা সম্ভব নয়। আরও চিকিৎসক-নার্স দরকার। অ্যাম্বুলেন্স আছে একটি চালক নেই। দীর্ঘদিন পড়ে থাকায় এর ব্যাটারি ও টায়ার নষ্ট হয়ে গেছে।
শিরোনাম
- ইউনূস-মোদি বৈঠক বাংলাদেশের জন্য ইতিবাচক : গোলাম পরওয়ার
- গণহত্যার দায়ে আওয়ামী লীগকে বিচারের আওতায় আনা হোক : সালাউদ্দিন আহমেদ
- মার্কিন শুল্কারোপ নিয়ে আতঙ্কিত হওয়ার কিছু নেই : খলিলুর রহমান
- পাঞ্জাবকে বড় ব্যবধানে হারালো রাজস্থান
- চেন্নাইকে হারিয়ে পয়েন্ট টেবিলের শীর্ষে দিল্লি
- মিডিয়া সংস্কারে কার স্বার্থে একচোখা সুপারিশ
- গাজীপুরে ট্রাকের ধাক্কায় দুই মোটরসাইকেল আরোহী নিহত
- শাহবাগে ফুলের দোকানের আগুন নিয়ন্ত্রণে
- শাহবাগে ফুলের দোকানে আগুন
- রাশিয়া-ইউক্রেন যুদ্ধে নিহত ইয়াসিনের পরিবারের পাশে তারেক রহমান
- শুল্ক ইস্যুতে মার্কিন প্রশাসনের সঙ্গে আলোচনা করবেন প্রধান উপদেষ্টা
- ইসরায়েলের বিরুদ্ধে মুসলিমদের জিহাদের আহ্বান জানিয়ে ফতোয়া জারি
- যথাসময়ে আমরা নির্বাচন আদায় করে নেব : ইশরাক
- শরীরে একাধিক কোপ, ডোবা থেকে অজ্ঞাত যুবকের লাশ উদ্ধার
- অক্টোবরেই অচল ২৪ কোটি কম্পিউটার, বিকল্প কী?
- যৌন হেনস্তার অভিযোগে ‘স্কুইড গেম’ তারকার সাজা
- বিমসটেক শীর্ষ সম্মেলনে যেসব সিদ্ধান্ত গৃহীত
- মুক্তাগাছায় মোটরসাইকেল দুর্ঘটনায় নিহত ১
- মেক্সিকোতে প্রথম এইচ৫এন১ বার্ড ফ্লু রোগী শনাক্ত
- ধর্ষণের শিকার জমজ দুই বোনকে আইনি সহায়তা প্রদানের দায়িত্ব নিলেন তারেক রহমান
কার্যক্রম বন্ধ, অচল যন্ত্রপাতি
স্বাস্থ্যসেবাবঞ্চিত সাধারণ মানুষ
লালমনিরহাট প্রতিনিধি
প্রিন্ট ভার্সন

টপিক
এই বিভাগের আরও খবর