প্রতি বছর শীত মৌসুমে হিমালয় থেকে আসা বায়ুর প্রভাবে পঞ্চগড়ের নদীর পানি হয়ে যায় বরফের মতো ঠান্ডা। আর মৃদু, মাঝারি বা তীব্র শৈত্যপ্রবাহ থাকলে ঠান্ডায় বিপর্যস্ত হয়ে পড়ে এ জেলার জনজীবন। এবার নভেম্বরের শেষ থেকে প্রচণ্ড শীত পড়েছে এই জেলায়। এখন দিন শুরুর অনেক পর সূর্যের দেখা মিললেও উত্তাপ নেই। কুয়াশায় আবৃত্ত থাকছে সবকিছু। এ অবস্থায় পানিতে ভিজে নদী থেকে পাথর সংগ্রহ কঠিন হয়ে পড়েছে। জীবিকার তাগিদে নিম্নআয়ের মানুষগুলো পাথর তুলতে বাধ্য হলেও সময়মতো কাজে যেতে পারছেন না তারা। এতে আয় কমে প্রায় অর্ধেকে নেমেছে। পরিবারপরিজন নিয়ে মানবেতর জীবনযাপন করছেন পাথরশ্রমিকরা। উত্তরের হিমালয়ান সমতল অঞ্চলখ্যাত এই জেলার ওপর দিয়ে বয়ে গেছে ৫০ নদনদী। সুদীর্ঘ কাল ধরে মহানন্দা, ডাহুক, করোতোয়া, বেরং, চাওয়াই, তালমা, বুড়ি তিস্তাসহ বেশ কিছু নদী থেকে পাথর-বালু তুলে জীবিকা নির্বাহ করছেন প্রায় ২০ হাজার শ্রমিক। সূত্র জানায়, প্রতি বছর ডিসেম্বর ও জানুয়ারি মাসে শীতের প্রভাবে পাথরশ্রমিকদের জীবন হয়ে ওঠে মানবেতর। ঠান্ডা বাড়ার সঙ্গে সঙ্গে উত্তরের জেলা পঞ্চগড়ের পাথর-বালু শ্রমিকরা পড়েন সংকটে। নদীর ঠান্ডা পানি আর শীত উপেক্ষা করে জীবিকার তাগিদে তাদের তুলতে হয় পাথর-বালু। এই পাথর-বালু সারা দেশের বাড়িঘর, রাস্তা, ঘাটসহ অবকাঠামো নির্মাণে ব্যবহৃত হচ্ছে দীর্ঘদন ধরে। কোনো সরকার এই শ্রমিকদের জীবনমান উন্নয়নে উদ্যোগ নেয়নি। তেঁতুলিয়া উপজেলার ভজনপুরের পাথরশ্রমিক নজিবুল ইসলাম জানান, গ্রীষ্মকালে ভোরবেলা উঠে ডাহুক নদ থেকে পাথর উত্তোলন করি। তখন দিনে ১ হাজার টাকা আয় হতো। এখন ঠান্ডার কারণে বেলা ১১-১২টার আগে কাজে যাওয়া হয় না। আবার বিকালেই কাজ শেষ করতে হয়। দিনে আয় হচ্ছে ৪০০-৫০০ টাকা। জিনিসপত্রের যে দাম তাতে সংসার, ছেলেমেয়ের লেখাপড়ার খরচ চালানো কঠিন হয়ে পড়েছে। গিতালগছ গ্রামের করিমুল ইসলাম জানান, শীতে অনেক শ্রমিক অসুস্থ হয়ে পড়ছেন। সংসারের খরচ চালাবে কী ওষুধ কিনতেই আয়ের টাকা শেষ হয়ে যায়। বিগত সরকার আমাদের জন্য কিছু করেনি। আমরা কোনোদিন শীতবস্ত্র বা কোনো সুযোগসুবিধা পাইনি। জেলা প্রশাসক সাবেত আলী জানান, প্রতি বছর শীতের সময় এই জেলার পাথর-বালুশ্রমিকরা দুর্ভোগে পড়েন। তাদের আয়-রোজগার কমে যায়। অনেকে অসুস্থ হন। তাদের জীবনমান উন্নয়নের জন্য দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ে আবেদন জানানো হয়েছে।
শিরোনাম
- ইউনূস-মোদি বৈঠক বাংলাদেশের জন্য ইতিবাচক : গোলাম পরওয়ার
- গণহত্যার দায়ে আওয়ামী লীগকে বিচারের আওতায় আনা হোক : সালাউদ্দিন আহমেদ
- মার্কিন শুল্কারোপ নিয়ে আতঙ্কিত হওয়ার কিছু নেই : খলিলুর রহমান
- পাঞ্জাবকে বড় ব্যবধানে হারালো রাজস্থান
- চেন্নাইকে হারিয়ে পয়েন্ট টেবিলের শীর্ষে দিল্লি
- মিডিয়া সংস্কারে কার স্বার্থে একচোখা সুপারিশ
- গাজীপুরে ট্রাকের ধাক্কায় দুই মোটরসাইকেল আরোহী নিহত
- শাহবাগে ফুলের দোকানের আগুন নিয়ন্ত্রণে
- শাহবাগে ফুলের দোকানে আগুন
- রাশিয়া-ইউক্রেন যুদ্ধে নিহত ইয়াসিনের পরিবারের পাশে তারেক রহমান
- শুল্ক ইস্যুতে মার্কিন প্রশাসনের সঙ্গে আলোচনা করবেন প্রধান উপদেষ্টা
- ইসরায়েলের বিরুদ্ধে মুসলিমদের জিহাদের আহ্বান জানিয়ে ফতোয়া জারি
- যথাসময়ে আমরা নির্বাচন আদায় করে নেব : ইশরাক
- শরীরে একাধিক কোপ, ডোবা থেকে অজ্ঞাত যুবকের লাশ উদ্ধার
- অক্টোবরেই অচল ২৪ কোটি কম্পিউটার, বিকল্প কী?
- যৌন হেনস্তার অভিযোগে ‘স্কুইড গেম’ তারকার সাজা
- বিমসটেক শীর্ষ সম্মেলনে যেসব সিদ্ধান্ত গৃহীত
- মুক্তাগাছায় মোটরসাইকেল দুর্ঘটনায় নিহত ১
- মেক্সিকোতে প্রথম এইচ৫এন১ বার্ড ফ্লু রোগী শনাক্ত
- ধর্ষণের শিকার জমজ দুই বোনকে আইনি সহায়তা প্রদানের দায়িত্ব নিলেন তারেক রহমান
পাথরশ্রমিকদের মানবেতর জীবন
♦ পড়েছে শীতের প্রভাব ♦ আয় কমেছে অর্ধেক ♦ কষ্টে কাটছে দিন
সরকার হায়দার, পঞ্চগড়
প্রিন্ট ভার্সন

পাথর-বালুশ্রমিকদের জীবনমান উন্নয়নে ব্যবস্থা নিতে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ে আবেদন জানানো হয়েছে
টপিক
এই বিভাগের আরও খবর