সংস্কারের ব্যাপারে বিএনপির কোনো দ্বিমত নেই। তবে সংস্কারের দোহাই দিয়ে জনপ্রতিনিধিত্বশীল সরকার ছাড়া দীর্ঘদিন দেশ পরিচালিত হোক বিএনপি সেটি প্রত্যাশা করে না বলে মন্তব্য করেছেন বিএনপির ভাইস চেয়ারম্যান আবদুল আউয়াল মিন্টু। তিনি বলেন, ‘অবাধ, সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচনের জন্য যে যে সংস্কার প্রয়োজন তা দ্রুত শেষ করে নির্বাচনের ব্যবস্থা করতে হবে। যে নির্বাচনের মাধ্যমে একটি গণতান্ত্রিক, জনপ্রতিনিধিত্বশীল ও জনগণের কাছে দায়বদ্ধ থাকা সরকার প্রতিষ্ঠিত হয়। কিন্তু ডিসেম্বরে কথা বলে আবার যখন জুনের কথা বলে তখন আমাদের কাছে নির্বাচনের ব্যাপারে দ্বিধা লাগে।’ গতকাল বিকালে রাজবাড়ীর বালিয়াকান্দির নবাবপুর ইউনিয়নের এক অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে অংশগ্রহণ শেষে সাংবাদিকদের তিনি এসব কথা বলেন।
‘লাল তীর হাইব্রিড পিঁয়াজ প্রদর্শনী ও মাঠ দিবস’ উপলক্ষে সোনাপুর বড় হিজলী জুলফিকার সিদ্দিকিয়া ওয়াজেদিয়া আলিম মাদরাসা মাঠে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
আবদুল আউয়াল আরও বলেন, কয়েকদিন পূর্বে বিনিয়োগ সম্মেলন হয়েছে। বিনিয়োগের জন্য তারা যে সম্মেলন করেছে সেটাকে আমরা সাধুবাদ জানাই। দেশে রাজনৈতিক নিশ্চয়তা ও স্থিতিশীলতা যদি না থাকে, গণতান্ত্রিক সরকার যদি না থাকে তাহলে বিনিয়োগ খুব একটা বেশি কাজে আসবে না। আমরা দেশের অর্থনৈতিক প্রবৃদ্ধি চাই, অর্থনৈতিক উন্নয়ন চাই, মানুষের জীবনমানের উন্নয়ন চাই। এগুলো করতে হলে দেশে গণতান্ত্রিক সরকার প্রতিষ্ঠা করতে হবে।
মাঠ দিবস অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক মো. শহিদুল ইসলাম, বালিয়াকান্দি উপজেলা কৃষি কর্মকর্তা মো. রফিকুল ইসলাম, সদর উপজেলা কৃষি কর্মকর্তা মো. জনি খান, কেন্দ্রীয় কৃষক দলের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক শাহজাহান মিয়া, জেলা বিএনপির আহ্বায়ক অ্যাডভোকেট লিয়াকত আলী বাবু, সদস্য সচিব অ্যাডভোকেট কামরুল আলম ও সাবেক সদস্য সচিব মঞ্জুরুল আলম দুলাল।