সামাজিক যোগাযোগমাধ্যমে দর্শক টানতে নিজের সন্তানদের ওপর নির্যাতন চালিয়ে ভিডিও বানানোর অভিযোগে ‘ক্রিম আপা’ খ্যাত কন্টেন্ট ক্রিয়েটর শারমিন শিলাকে কারাগারে পাঠানো হয়েছে। গতকাল ঢাকার সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট জিনাত জাহানের আদালত এ আদেশ দেন। এ তথ্য নিশ্চিত করেন আশুলিয়া থানা আদালতের প্রসিকিউশন বিভাগের আবুল খায়ের। গত ৯ এপ্রিল আশুলিয়া থানায় শিলার বিরুদ্ধে মামলা করেন সাভার উপজেলা মহিলাবিষয়ক কর্মকর্তা কাজী ইসরাত জামান। পরে তাকে গ্রেপ্তার করা হয়। মামলার অভিযোগে বলা হয়, বিউটিশিয়ান শারমিন শিলা সামাজিক যোগাযোগমাধ্যমে ‘ক্রিম আপা’ নামে পরিচিত।
তার এক ছেলে ও এক মেয়ে রয়েছে। তিনি ছেলেমেয়ের ভিডিও বানিয়ে ফেসবুকসহ বিভিন্ন প্ল্যাটফর্মে প্রকাশ করেন।
গত ৩ মার্চ ফেসবুকে ভাইরাল একটি ভিডিওতে দেখা যায়, শারমিন তার মেয়েকে জোর করে মুখে খাবার দিচ্ছেন। মেয়েটি খেতে না চাইলে এক হাতে মুখে চাপ দিয়ে, অন্য হাতে কেক জাতীয় খাবার মুখে ঢুকাচ্ছেন তিনি। সন্তানদের প্রতি এমন নিষ্ঠুর ব্যবহার তাদের শারীরিক ও মানসিকভাবে ক্ষতিগ্রস্ত করছে এবং এমনটি করা আইনের লঙ্ঘন বলে অভিযোগপত্রে উল্লেখ করা হয়।
এর আগে গত ৬ এপ্রিল শিশুদের অধিকার নিয়ে কাজ করা সংগঠন ‘একাই এক শ’ ঢাকা জেলা প্রশাসকের কাছে শারমিনের বিরুদ্ধে স্মারকলিপি দেয়। একপর্যায়ে দেশজুড়ে সমালোচনার মুখে শারমিন শিলা ফেসবুক লাইভে দেশবাসীর কাছে ক্ষমা চান। তবে আইনশৃঙ্খলা বাহিনী বলছে, ক্ষমা চাইলেও শিশু নির্যাতনের অভিযোগে তার বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হয়েছে।