বরিশালের মেহেন্দিগঞ্জ উপজেলার বাসিন্দা যুবক মিলাদ হোসেন। ভালো বেতনে সৌদি আরবে চাকরি দেওয়ার প্রলোভন দেন সৌদি প্রবাসী এক দালাল। এজন্য তার কাছে ৭ লাখ টাকা দাবি করা হয়। চুক্তি অনুযায়ী টাকা দেওয়ার পর ২০২৪ সালের ১৬ আগস্ট সৌদি আরবে যান। সেখানে নেওয়ার পর প্রতিশ্রুতি অনুযায়ী চাকরি না দিয়ে শারীরিক ও মানসিক নির্যাতন করা হয়। একপর্যায়ে খাবার দেওয়া বন্ধ করে দেওয়া হয়। তখন দেশে বাবা-মাকে অবহিত করেন। আরও ৫০ হাজার টাকা পাঠালেও দুই মাস পর দেশে ফিরে আসতে বাধ্য হন তিনি। দেশে এসে সৌদি প্রবাসী ওই দালালের কাছে টাকা ফেরত চান। কিন্তু টাকা দিতে অস্বীকার করায় সৌদি প্রবাসী ও তার বাবা-মাসহ তিনজনের বিরুদ্ধে মামলা করেছেন মিলাদ। মানব পাচার আইনে বরিশাল মানব পাচার অপরাধ দমন ট্রাইব্যুনালে মামলা করেন তিনি। শুধু মিলাদ হোসেন নয়, তার মতো বেকারত্ব থেকে মুক্তি পেতে কর্মের জন্য প্রবাসে গিয়ে প্রতারিত ভুক্তভোগীরা দেশে ফিরে এসে মামলা দেন, দিচ্ছেন। বরিশাল মানব পাচার অপরাধ ট্রাইব্যুনাল সূত্রে জানা গেছে, ২০২০ সালের মার্চ মাসে মানব পাচার অপরাধ ট্রাইব্যুনালের কার্যক্রম শুরু হয়। বর্তমানে ট্রাইব্যুনালে ৩৬টি মামলা রয়েছে। এর মধ্যে ৩০টি মামলা বিদেশে গিয়ে প্রতারণার শিকার ভুক্তভোগী ও তার পরিবার করেছে। এ ছাড়াও আবাসিক হোটেলে পাচার করার অভিযোগে চারটি ও বাচ্চা চুরির অভিযোগে দুটি মামলা রয়েছে। এসব মামলার মধ্যে বিচারাধীন রয়েছে ২৭টি। তদন্তাধীন রয়েছে ৯টি। বরিশাল কর্মসংস্থান ও জনশক্তি দপ্তরের সহকারী পরিচালক এ কে এম শাহাবুদ্দিন আহম্মেদ বলেন, বরিশাল বিভাগ থেকে বর্তমানে ১ লাখ ৭৪ হাজার ৯৮ জন প্রবাসে আছেন। এর মধ্যে পুরুষ ১ লাখ ৫৩ হাজার ৩৪৫ ও নারী ২০ হাজার ৭৫৭ জন। প্রবাসীদের মধ্যে শতকরা ৭০ ভাগ সৌদি আরবে রয়েছেন। বাকি ৩০ ভাগ বিশ্বের অন্যান্য দেশে বাস করেন। বিভাগের মধ্যে বরিশাল জেলা থেকে প্রবাসে রয়েছেন ৫৬ হাজার ৪৮ জন। এর মধ্যে পুরুষ ৫০ হাজার ৫৮৫ জন ও নারী ৫ হাজার ৪৬৩ জন। এদিকে প্রবাসীকল্যাণ শাখার সহকারী পরিচালক আতিকুর রহমান বলেন, বরিশাল বিভাগে কোনো ব্যক্তি প্রবাসে গিয়ে নিখোঁজ নেই। তবে পাঁচজন সৌদি আরবের কারাগারে আছেন। এর মধ্যে তিনজন ভোলার, একজন ঝালকাঠির ও অন্যজন পিরোজপুরের।
শিরোনাম
- শরীরে একাধিক কোপ, ডোবা থেকে অজ্ঞাত যুবকের লাশ উদ্ধার
- অক্টোবরেই অচল ২৪ কোটি কম্পিউটার, বিকল্প কী?
- যৌন হেনস্তার অভিযোগে ‘স্কুইড গেম’ তারকার সাজা
- বিমসটেক শীর্ষ সম্মেলনে যেসব সিদ্ধান্ত গৃহীত
- মুক্তাগাছায় মোটরসাইকেল দুর্ঘটনায় নিহত ১
- মেক্সিকোতে প্রথম এইচ৫এন১ বার্ড ফ্লু রোগী শনাক্ত
- ধর্ষণের শিকার জমজ দুই বোনকে আইনি সহায়তা প্রদানের দায়িত্ব নিলেন তারেক রহমান
- ৩২৯টি উপজেলায় হচ্ছে টেকনিক্যাল স্কুল অ্যান্ড কলেজ
- ঈদের পঞ্চম দিনেও ‘দাগি’-‘জংলি’র দাপট অব্যাহত, আয় কত?
- আগৈলঝাড়ায় বসুন্ধরা শুভসংঘের মাসব্যাপী মাদকবিরোধী প্রচারণা শুরু
- বিএনপি নেতার বহিষ্কারের প্রতিবাদে বিক্ষোভ
- মেঘনা-তিতাসে অষ্টমী গঙ্গাস্নানে উপচেপড়া ভিড়
- কসবায় যুবককে ডেকে নিয়ে হত্যার অভিযোগ
- সিলেটে টাকা ধার না দেওয়ায় যুবক খুন
- চট্টগ্রামে জেলেদের জালে মিলল বৃদ্ধার লাশ
- মুন্সিগঞ্জে ধলেশ্বরী নদীর তীরে অষ্টমী স্নান উৎসব পালিত
- লাশের গন্ধে ভারী মিয়ানমারের সাগাইংয়ের বাতাস
- এই মেয়েরাই সামনের দিনেও আমাদের পথ দেখাবে (ভিডিও)
- ফিলিস্তিনি জনগণের প্রতি পাকিস্তান সেনা কমান্ডারদের অকুণ্ঠ সমর্থন
- থানা থেকে পালিয়েও শেষ রক্ষা হলো না তরুণের
বিচারাধীন মানব পাচারের ৩৬ মামলা
নিজস্ব প্রতিবেদক, বরিশাল
প্রিন্ট ভার্সন

টপিক
এই বিভাগের আরও খবর
সর্বশেষ খবর