সিলেট ও সুনামগঞ্জ সীমান্তে অভিযান চালিয়ে কোটি টাকা মূল্যের ভারতীয় চোরাইপণ্য জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। গতকাল ও আগের দিন ৪৮ বিজিবির দায়িত্বাধীন সিলেট এবং সুনামগঞ্জ জেলার বাংলাবাজার, উৎমা, তামাবিল, ডিবিরহাওর, সোনালীচেলা, প্রতাপপুর, শ্রীপুর, বিছনাকান্দি, সংগ্রাম, লাফার্জ, কালাসাদেক, পান্থুমাই এবং সোনারহাট বিওপির টহল দল এই পণ্য জব্দ করে।
অভিযানকালে ভারতীয় মহিষ, চিনি, সুপারি, কম্বল, বিড়ি, মদ জব্দ করা হয়। এ ছাড়া বাংলাদেশ থেকে পাচারকালে রসুন ও শিং মাছ জব্দ করা হয়। জব্দকৃত পশু ও পণ্যের মূল্য প্রায় ১ কোটি ১৫ লাখ ৮৩ হাজার ৪০০ টাকা বলে জানিয়েছেন বিজিবি ৪৮ ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল হাফিজুর রহমান।