সদরঘাট লঞ্চ টার্মিনালে রাজধানীমুখী মানুষের ঢল দেখা গেছে। শনিবার (৫ এপ্রিল) ভোর থেকেই যাত্রী বোঝাই লঞ্চ ভিড়তে শুরু করে। সবগুলো লঞ্চেই যাত্রীদের উপচে পড়া ভিড় ছিল। লঞ্চকর্মীরা বলছেন, আগের দুই দিনের তুলনায় শনিবার যাত্রীর সংখ্যা বেশি।
ঈদের দীর্ঘ নয় দিনের ছুটি শেষে সরকারি অফিস আগামীকাল রবিবার (৬ এপ্রিল) থেকে শুরু হলেও অধিকাংশ বেসরকারি অফিসের ছুটি শেষ হয়ে গেছে। তাই জীবন-জীবিকার তাগিদে ব্যস্ত নগরীতে ফিরতে শুরু করেছেন তারা। রাজধানীতে ফেরা মানুষেরা জানালেন, এবার যেমন স্বাচ্ছন্দে বাড়ি যেতে পেরেছিলেন তেমনি স্বাচ্ছন্দে ফিরতে পেরেছেন রাজধানীতে।
বাংলাদেশ নৌ-পরিবহন কর্তৃপক্ষ (বিআইডব্লিটিএ) জানায়, সকাল ৮টা পর্যন্ত প্রায় ৭০ থেকে ৭৫টি লঞ্চ দক্ষিণাঞ্চলের বিভিন্ন জেলা থেকে ঢাকায় এসে পৌঁছায়। ভিড় সামাল দিতে অধিকাংশ লঞ্চ যাত্রী নামিয়ে দ্রুত পুনরায় বরিশালসহ অন্যান্য গন্তব্যের উদ্দেশে রওনা দেয়।
বিআইডব্লিটিএর কর্মকর্তা আরিফ বলেন, “লম্বা ছুটি থাকায় মানুষ ধাপে ধাপে ফিরছে। আজ ঢাকায় ফেরা মানুষের চাপ তুলনামূলক বেশি। সপ্তাহজুড়ে এই প্রবণতা অব্যাহত থাকবে।”
বিআইডব্লিটিএ সূত্রে জানা যায়, ঢাকা-বরিশালসহ দক্ষিণাঞ্চলের প্রায় ৪০টি রুটে শতাধিক লঞ্চ চলাচল করছে। স্বাভাবিক সময়ে রোটেশন অনুযায়ী চলাচল করলেও ঈদ উপলক্ষে অতিরিক্ত যাত্রী চাহিদা মেটাতে বিশেষ লঞ্চ পরিচালনা করা হচ্ছে।
অন্যদিকে, এখনো অনেকে ঈদের আমেজে নাড়ির টানে রাজধানী ছাড়ছেন। সব মিলিয়ে ঢাকার রাস্তাঘাট এখন অনেকটাই যানজটমুক্ত ও তুলনামূলক ফাঁকা। তবে আগামী কয়েকদিনের মধ্যেই রাজধানী তার চেনা রূপে ফিরবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।
বিডি প্রতিদিন/নাজিম