চট্টগ্রামের আনোয়ারা উপজেলায় শিক্ষার্থীদের তোপের মুখে পূর্ববরৈয়া টিএমসি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক চন্দন মহাজন পদত্যাগ করেছেন।
বুধবার (০৮ ফেব্রুয়ারি) সকালে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) তাহমিনা আক্তারের কাছে তিনি পদত্যাগপত্র জমা দেন। এর আগে, প্রধান শিক্ষকের পদত্যাগ দাবিতে উপজেলা পরিষদে বিক্ষোভ করেন বিদ্যালয়ের বর্তমান, প্রাক্তন শিক্ষার্থী ও অভিভাবকরা। গত রবিবার দুপুরে এঈ শিক্ষকের অনিয়মের বিরুদ্ধে শিক্ষার্থীরা স্কুল প্রাঙ্গনে মানববন্ধনও করে।
আনোয়ারা উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মো. ফেরদৌস হোসেন বলেন, শিক্ষার্থীদের অভিযোগ তদন্তে পূর্ব বরৈয়া টিএমসি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক চন্দন মহাজনকে উপজেলা পরিষদের ডাকা হয়। এসময় শিক্ষার্থীরা এসে তদন্ত ছাড়াই অভিযুক্ত শিক্ষকের পদত্যাগের দাবি জানায়। পরে অভিযুক্ত শিক্ষক পদত্যাগ করেন।
বিডি-প্রতিদিন/আব্দুল্লাহ