চট্টগ্রামের সাতকানিয়ায় রেললাইনে কাটা পড়ে অজ্ঞাত এক যুবক নিহত হয়েছেন। শুক্রবার উপজেলার চট্টগ্রাম-কক্সবাজার রেললাইনের সাতকানিয়া স্টেশনের দক্ষিণ পাশের এ ঘটনা ঘটে।
সাতকানিয়ায় দায়িত্বরত স্টেশন মাস্টার মং ইউ মারমা জানান, শুক্রবার ভোর সকাল আনুমানিক ৫টা ৫২ মিনিটের সময় সাতকানিয়া উপজেলার রেলওয়ে স্টেশনের দক্ষিণ পাশের স্থানে একজন লোক ট্রেনে কাটা পড়ে মারা যান। ট্রেনটি ভোর ৫টা ৫২ মিনিটের সময় রাজধানী ঢাকা হতে কক্সবাজারগামী কক্সবাজার এক্সপ্রেস রেলটি যাওয়ার সময় এই লোকটি ট্রেনে কাটা পড়েছে বলে ধারণা করা হচ্ছে।
চট্টগ্রাম রেলওয়ে থানার পুলিশ পরিদর্শক এসএম শহীদুল ইসলাম বলেন, সাতকানিয়া স্টেশন এলাকায় ট্রেনে পড়ে এক যুবকের মৃত্যুর খবর পেয়েছি। আমরা লাশ উদ্ধার করেছি। পরবর্তী আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।
বিডি প্রতিদিন/এএ