বিমানে মোবাইল ফোন, ট্যাবলেট পিসি থেকে শুরু করে সব ধরনের বহনযোগ্য ইলেক্ট্রনিক যন্ত্রপাতি ব্যবহারের অনুমতি দিয়েছে জার্মানিতে অবস্থিত ইউরোপিয়ান অ্যাভিয়েশন সেফটি এজেন্সি বা ইএএসএ। অবিলম্বে কার্যকর এ নির্দেশের আওতায় আকাশে ওঠা এবং বিমানবন্দরে নামাসহ বিমানযাত্রার পুরো সময়ই এ জাতীয় যন্ত্রপাতি ব্যবহার করা যাবে। ফলে মোবাইল ফোনসহ অন্যান্য ইলেক্ট্রনিক যন্ত্রকে বন্ধ বা এয়ারপ্লেন মোডে রাখার আর প্রয়োজন থাকবে না।
তবে এ নির্দেশ বাস্তবায়নের আগে মোবাইল ফোন থেকে নির্গত সিগন্যাল বিমানে কোনো প্রভাব ফেলছে কিনা এ বিষয়টি বিমান সংস্থাগুলোকে নিশ্চিত করতে হবে। এ ছাড়া, যাত্রীবাহী বিমান থেকে অনলাইনে যাওয়া বিষয়টি নিশ্চিত করার জন্য এতে নেটওয়ার্ক বসানোর জন্য প্রয়োজনীয় কাজগুলো সম্পন্ন করতে হবে।
এদিকে, এর আগে বিমান ওঠা-নামার সময়ে মোবাইল ফোনসহ অন্যান্য যন্ত্র ব্যবহারের অনুমতি দিয়েছে মার্কিন ফেডারেল অ্যাভিয়েশন অ্যাডমিন্সট্রেশন এফএএ।
অবশ্য ব্যাটারির চার্জ নেই এমন মোবাইল ফোন বা ল্যাপটপ নিয়ে বিমান ওঠার ওপর যে নিষেধাজ্ঞা বলবত ছিল তা বহাল থাকবে। এ বছরের গোঁড়ার দিকে এ নির্দেশ দিয়েছে এফএএ।
বিডি-প্রতিদিন/ ০৬ অক্টোবর, ২০১৪/ জান্নাত/ রশিদা