মাত্র ৫.১ মিলিমিটার পাতলা ফোন তৈরি করেছে চীনের মোবাইল প্রস্তুতকারী কোম্পানি জিওনি। এটি বিশ্বের সবচেয়ে পাতলা ফোন হিসেবে গিনেস বুক অব ওয়ার্ল্ড রেকর্ডে নাম তুলবে বলে ঘোষণা দিয়েছে দেশটির বৃহত্তম এ মোবাইল কোম্পানি।
নভেম্বরের প্রথম দিকে বাজারে আসতে পারে জিওনির তৈরি নতুন এই ডিভাইস। জিওনির ভারতবিষয়ক প্রধান অরবিন্দ ভোরা জানিয়েছেন, জিওনির সূক্ষ্মতম এই স্মার্টফোনটি সারা বিশ্বের আলোড়ন তুলবে।
গ্লাস এবং মেটাল দু রূপেই মিলবে জিওনির ফোনটি। নতুন এই ফোনটিতে থাকছে ৪.৮ ইঞ্জি স্ক্রিন, ১.২ কোয়াড কোর প্রসেসর,
১ জিবি র্যাম এবং ১৬ জিবি অন্তর্বতী স্টোরেজ। এছাড়া থাকছে ৮ এমপি রেয়ার ক্যামেরা এবং এলটিই কানেক্টিভিটি।