আট দলের বিপিএলের ঢাকা, সিলেট ও চট্টগ্রাম পর্ব শেষ। আগামীকাল থেকে চতুর্থ ও শেষ পর্ব মাঠে গড়াচ্ছে ঢাকায়। বিপিএলের ১১তম আসরের ফাইনাল ৭ ফেব্রুয়ারি। ঢাকা, সিলেট ও চট্টগ্রাম পর্বে ম্যাচ হয়েছে মোট ৩২টি। তিন পর্ব শেষে অপরাজিত নেই কোনো দল। টানা ৮ জয়ে ধরাছোঁয়ার বাইরে থাকা রংপুর রাইডার্স নবম ম্যাচে হোঁচট খেয়েছে। দুর্বার রাজশাহী ২৪ রানে নুরুল হাসান সোহানের রংপুরকে হারিয়ে অঘটনের জন্ম দিয়েছে বিপিএলের চলতি আসরে। তিন পর্ব শেষে কোয়ালিফাইয়ার্স ও এলিমিনেটর নিশ্চিত করতে দলগুলোর লড়াই জমে উঠেছে। যদিও সবার আগে রংপুর রাইডার্স নিশ্চিত করেছে কোয়ালিফাইয়ার্স পর্ব।
সিলেট পর্বে জয় পাওয়া সিলেট স্ট্রাইকার্স বরাবরের মতোই পয়েন্ট টেবিলের তলানিতে। ৯ ম্যাচে ৪ পয়েন্ট পাওয়া দলটির কোয়ালিফাইয়ার্স কিংবা এলিমিনেটর খেলা প্রায় অনিশ্চিত। রংপুর ৮ ম্যাচে ১৬ পয়েন্ট নিয়ে সবার ওপরে এবং সবার আগে কোয়ালিফাইয়ার্স নিশ্চিত করেছে। বাকি তিন দলের লড়াইয়ে রয়েছে ৮ ম্যাচে ১২ পয়েন্ট নিয়ে তামিম ইকবালের ফরচুন বরিশাল, ৯ ম্যাচে ১০ পয়েন্ট নিয়ে মোহাম্মদ মিঠুনের চিটাগং কিংস, ৯ ম্যাচে ৮ পয়েন্ট নিয়ে মেহেদি হাসান মিরাজের খুলনা টাইগার্স, ১০ ম্যাচে ৮ পয়েন্ট নিয়ে তাসকিন আহমেদের দুর্বার রাজশাহী এবং থিসারা পেরেরার ১০ ম্যাচে ৬ পয়েন্ট নিয়ে ঢাকা ক্যাপিটালস। এ পাঁচ দল থেকেই তিন দল খেলবে কোয়ালিফাইয়ার্স ও এলিমিনেটর পর্ব। সুবিধাজনক অবস্থায় রয়েছে বর্তমান চ্যাম্পিয়ন বরিশাল ও খুলনা। ঢাকার সম্ভাবনা কমে এসেছে।
আগের ১০ আসরের তুলনায় এবার অনেক বেশি স্ট্রোক খেলছেন ক্রিকেটাররা। সীমানা ছোট হওয়ায় চার-ছক্কা মারছেন। সেঞ্চুরিও হয়েছে বেশি। ৩২ ম্যাচে সেঞ্চুরি এখন পর্যন্ত ৭টি। চ্যাম্পিয়ন্স ট্রফির দল যেদিন ঘোষণা করলেন প্রধান নির্বাচক গাজী আশরাফ হোসেন লিপু, সেদিনই ৫৫ বলে ১২৫ রানের টর্নেডো ইনিংস খেলেন লিটন দাস। ইনিংসটিতে ছিল ১০ চার ও ৯টি ছক্কা। সেঞ্চুরি করেছেন উসমান খান, থিসারা পেরেরা, অ্যালেক্স হেলস, তানজিদ হাসান তামিম, গ্রাহাম ক্লাক ও এনামুল হক বিজয়। আসরে সবচেয়ে বেশি রান ঢাকার বাঁহাতি ওপেনার তানজিদ তামিমের। ১০ ম্যাচে ১৪৩.৮৩ স্ট্রাইক রেটে তার রান ৪২০। সেঞ্চুরি একটি ও হাফ সেঞ্চুরি ৩টি। আসরে এখন পর্যন্ত সবচেয়ে বেশি ২৯টি ছক্কা মেরেছেন তিনি। ১০ ম্যাচে এক সেঞ্চুরি ও ২ হাফ সেঞ্চুরিতে এনামুল হক বিজয়ের রান ৩৭৯, লিটন ৯ ম্যাচে রান করেছেন এক সেঞ্চুরি ও ২ হাফ সেঞ্চুরিতে ৩৪৮। দলগত সর্বোচ্চ স্কোর ঢাকা ক্যাপিটালসের। লিটন ও তানজিদের জোড়া সেঞ্চুরিতে দুর্বার রাজশাহীর বিরুদ্ধে ২০ ওভারে ১ উইকেটে ২৫৪ রান করে ঢাকা। রাজশাহীর অধিনায়ক তাসকিন ১০ ম্যাচে ২২ উইকেট নিয়েছেন। আগামীকাল দুপুর দেড়টায় ঢাকা পর্ব শুরু হবে ফরচুন বরিশাল-সিলেট স্ট্রাইকার্স ম্যাচ দিয়ে। সন্ধ্যা সাড়ে ৬টায় মুখোমুখি হবে দুর্বার রাজশাহী-রংপুর রাইডার্স।