বিসিবির প্রস্তাবিত সংশোধিত গঠনতন্ত্র কোনোভাবেই মেনে নিতে পারেনি ঢাকার ৭৬টি ক্লাব। প্রস্তাবে ক্যাটাগরি-২-এ ক্লাবগুলোর পরিচালকের পাশাপাশি কাউন্সিলর সংখ্যাও কমানোর উল্লেখ রয়েছে। ক্লাবগুলো এর তীব্র বিরোধিতা করছে। নিজেদের মধ্যে বৈঠক করে ঢাকা লিগ বর্জনের তিন দিনের আলটিমেটাম দেয়। গতকাল শেষ হয়েছে আলটিমেটাম। আজ সকালে বিসিবি সভাপতি ফারুক আহমেদের কাছে প্রস্তাবিত গঠনতন্ত্র পরিবর্তন এবং নতুন গঠনতন্ত্রে ১২-এর পরিবর্তে ১৬ পরিচালকের দাবি জানিয়ে স্মারকলিপি জমা দেবেন ক্লাব কর্মকর্তারা। স্মারকলিপি জমা দেওয়া ও ক্লাব পরিচালকের সংখ্যা বাড়ানোর প্রস্তাবের বিষয়ে ক্লাবের অন্যতম সংগঠক ও বিসিবির সাবেক যুগ্ম সম্পাদক রফিকুল ইসলাম বাবু বলেন, ‘আমরা আগামীকাল (শনিবার) বিসিবি সভাপতির কাছে স্মারকলিপি জমা দেব এবং তার সঙ্গে বৈঠক করব। এ ছাড়া প্রস্তাবিত গঠনতন্ত্রে ক্লাবগুলোর পরিচালক সংখ্যা ১২ জনের জায়গায় ১৬ করার দাবি রয়েছে আমাদের।’
বিসিবি পরিচালক নাজমুল আবেদীন ফাহিমকে আহ্বায়ক করে গঠনতন্ত্র সংশোধনের জন্য পাঁচ সদস্যের একটি কমিটি গঠিত হয়েছে। কমিটি যাচাইবাছাই করে বিসিবির পরিচালক সংখ্যা ২৫ থেকে কমিয়ে ২১ জন করার প্রস্তাব করেছে নতুন সংশোধিত গঠনতন্ত্রে। সেখানে জেলা ও বিভাগকে নিয়ে গঠিত ক্যাটাগরি-১-এর পরিচালক সংখ্যা তিনজন বাড়িয়ে ১০ থেকে ১৩ জন করার প্রস্তাব রয়েছে। প্রস্তাবনায় ঢাকা বিভাগের পরিচালক সংখ্যা দুই থেকে বাড়িয়ে তিনজন, রংপুর ও রাজশাহীর একজন করে বাড়িয়ে দুজন করে করা হয়েছে। এ ছাড়া চট্টগ্রাম ২, খুলনা ২ এবং সিলেট ও বরিশালের একজন করে পরিচালক থাকছেন। আশ্চর্য হলেও সত্যি, ময়মনসিংহ বিভাগের কোনো পরিচালক নেই। এ ছাড়া ক্যাটাগরি-২-এর পরিচালক সংখ্যা তি থেকে চারজন করার প্রস্তাব রাখা হয়েছে। ক্যাটাগরি-৩-এর পরিচালক সংখ্যা ১২ থেকে কমিয়ে ৪ করার প্রস্তাব রাখা হয়ে। আটজন কমানোর এ প্রস্তাব তীব্র ক্ষোভের সৃষ্টি করেছে ক্লাবগুলোর মাঝে। শুধু তাই নয়, কাউন্সিলর সংখ্যাও কমানোর প্রস্তাব রয়েছে। বর্তমান গঠনতন্ত্রে ক্লাবগুলোর কাউন্সিলর সংখ্যা ৭৬। নতুন প্রস্তাবনায় সেটা ৩০ জনের উল্লেখ রয়েছে। ক্লাব সংগঠকরা এর বিরোধিতা করে একাট্টা হয়ে এখন পরিচালক সংখ্যা বাড়ানোর দাবি তুলে স্মারকলিপি জমা দেবেন। গতকাল এ প্রসঙ্গে বাংলাদেশ বয়েজ ক্লাবের ক্রিকেট কমিটির চেয়ারম্যান জিয়াউর রহমান তপু বলেন, ‘বাংলাদেশের ক্রিকেট ইতিহাসে ক্লাবগুলোর অবদান অনেক। প্রতি বছর ক্লাবগুলোর বাজেট থাকে প্রায় ১০০ কোটি টাকা। কোন বিভাগ বা জেলা এত বিশাল অঙ্কের টাকা খরচ করে? এসব বিবেচনায় আমরা ক্লাব পরিচালক সংখ্যা ১২ থেকে বাড়িয়ে ১৬ জন করার দাবি জানাচ্ছি।’ উল্লেখ্য, ১২ পরিচালক রাখা হয়েছে ৫২ কাউন্সিলর থেকে। এখন ৭৬ পরিচালক, সেসব বিবেচনা করেই ১৬ জন করার দাবি ক্লাবগুলোর।
প্রস্তাবিত সংশোধিত গঠনতন্ত্র নিয়ে ক্লাব ও জেলা এবং বিভাগগুলোর মধ্যে বিভাজন স্পষ্ট হচ্ছে। দুই পক্ষ তৈরি হয়েছে।