গতকাল কুর্মিটোলা গলফ ক্লাবে ‘বাংলাদেশ অ্যামেচার গলফ চ্যাম্পিয়নশিপ ২০২৫’-এর উদ্বোধন করা হয়েছে। বাংলাদেশ গলফ ফেডারেশনের তত্ত্বাবধানে ১১ জানুয়ারি পর্যন্ত চলবে চ্যাম্পিয়নশিপের ৩৮তম এ আসর। আন্তর্জাতিক এ টুর্নামেন্টে বাংলাদেশ জাতীয় দলসহ অস্ট্রেলিয়া, ভুটান, নেপাল, শ্রীলঙ্কা, পাকিস্তান, দক্ষিণ কোরিয়া ও জাপানের অ্যামেচার গলফাররা অংশগ্রহণ করবেন। ২২ জন বিদেশিসহ মোট ১১৫ গলফার এ চ্যাম্পিয়নশিপে অংশ নিচ্ছেন। ১৯৮২ সালে প্রথম বাংলাদেশ অ্যামেচার গলফ চ্যাম্পিয়নশিপ শুরু হয়। ১১ জানুয়ারি সেনাপ্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান প্রতিযোগিতায় বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করবেন।